মুক্তধারা
কবিতা
মরাল মরালি
-------------------------
তরুণ মিত্র
-------------------------
২৯ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
এই ঘন বর্ষার মধ্যে আমি দাঁড়িয়ে আছি।
আমাকে ছায়াদিল বটপাতার সংসার। বৃষ্টি আর বৃষ্টি...
এডাল থেকে ওডালে ভিজতে ভিজতে যায় হাওয়া পরিবার।
মেঘবর্ষণের মধ্যেও কেমন ওষ্ঠে ওম মেখে নিচ্ছিল।
ছোট বয়সে মামা পুকুরের স্মৃতি ডাক এনে
বললুম-চই চই...চই চই...
কাছাকাছি এল ছোলা দিলাম, তারপর ?
নেমে গেল প্রকাণ্ড হ্রদের জলে
মেলামেশা বাড়তে বাড়তে ওরা চলে যায় অতল গভীরে...
শরতের আকাশ থেকে বৃষ্টি সরে গেল, অন্য কোথাও
আমি, হ্রদের জলে দিকে আকাশ দেখি-আলো আসবে বলেছিল!
Comments :0