কবিতা
মুক্তধারা
বিচারের আশায় ⚖️
উপাসনা হালদার
নতুন বন্ধু
২০ আগস্ট ২০২৫ / বর্ষ ৩
দেখতে দেখতে একটি বছর হয়ে গেল পার।
অভয়া তুমি এখনো পেলেনা সুবিচার।।
মানুষ রুপী পিশাচের দল তোমায় করল শেষ।
নারী জন্ম অপরাধের, প্রমাণ করছে দেশ।।
তোমায় হারিয়ে সারা বিশ্ব উঠেছিল জ্বলে।
আজ দেখো তোমার কথা, প্রায় সবাই গেছে ভুলে।।
কত গান, আন্দোলন, অনশন, কর্মবিরতি।
তেমন ভাবে এগোয়নি তোমার বিচারের গতি।।
শত শত মা সন্তান হারা হচ্ছে এইভাবে।
জানিনা এর বিচার কি আদৌ তারা পাবে।।
'বেটি বাঁচাও' রবে মানুষ করছে আন্দোলন।
বেটিদের প্রাণ যাচ্ছে বলী, ভোগের কারণ।।
সন্তানহারা মায়েদের বুকফাটা হাহাকার।
কবে এর প্রতিকার করবে, আমাদের সরকার।।
অমানুষ গুলো ক্রমশই বাড়িয়ে যাচ্ছে দল।
বিচারের আশায় বসে থেকে হারাচ্ছে মনোবল।।
বিচারের আশায় গুনছে দিন, শত অভয়ার মা।
কতদিন ঝুলে থাকবে বিচার, ফাঁসি কি হবে না।।
শান্তি পাবে অভয়ার আত্মা, শান্তি পাবে তখন।
মানুষ রুপী অমানুষ গুলোর ফাঁসি হবে যখন।।
Comments :0