মরণোত্তর পদ্ম ভূষণ পাচ্ছেন ওআরএসের জনক প্রয়াত চিকিৎসক দিলীপ মহলানবীশ।
এছাড়া এবারের পদ্মসম্মানের তালিকায় রয়েছে আরও কয়েক জন বাঙালি। সূচিশিল্পী প্রীতিকণা গোস্বামী, লোকসঙ্গীত শিল্পী মঙ্গলকান্তি রায়, ভাষা গবেষক ধনীরাম টোটো এবং চিকিৎসক রতনচন্দ্র কর।
বিজেপি বিরোধী মুখ হিসাবে জাতীয় রাজনীতিতে পরিচিত ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। প্রয়াত ' নেতাজি ' কে এবার মরণোত্তর পদ্মবিভূষণ দিচ্ছে সরকার।
এছাড়া পদ্মবিভূষণ পাচ্ছেন তবলিয়া জাকির হুসেন, লেখিকা তথা সমাজকর্মী সুধা মূর্তি, শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা, অভিনেত্রী রবিনা টন্ডন।
বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেই তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ২০২৩ সালের জন্য ১০৬ জন পদ্মসম্মান প্রাপকদের নাম রয়েছে।
Comments :0