politburo

সংঘর্ষ বিরতিকে স্বাগত জানিয়ে সন্ত্রাসবাদের অবসানের দাবি পলিট ব্যুরোর

জাতীয়

নিজের ভূখণ্ডে সন্ত্রাসবাদী কার্যকলাপের অবসান নিশ্চিত করতে হবে পাকিস্তানকে। সংঘর্ষ বিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। 
শনিবার সন্ধ্যায় সংঘর্ষ বিরতির ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। 
পলিট ব্যুরো বলেছে, দু’দেশের মানুষই প্রগতি ও সমৃদ্ধির জন্য শান্তি চান। আশা করব যে দু’দেশই এই মনোভাবকে গুরুত্ব দেবে। 
পলিট ব্যুরো সেই সঙ্গেই বলেছে, নিজের ভূখণ্ডে সন্ত্রাসবাদী কার্যকলাপের অবসান নিশ্চিত করতে হবে পাকিস্তানকে। পলিট ব্যুরো বলেছে, ফের সংঘর্ষ এড়াতে পদক্ষেপ নিতে হবে।

Comments :0

Login to leave a comment