শ্রেণি ঐক্য গড়ে তুলেই বিভাজনের রাজনীতিকে রুখতে হবে। বৃহস্পতিবার হাওড়ার বাউড়িয়াতে ফোর্টগ্লস্টর গেটে সিপিআই(এম) উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে কথাগুলি বলেন পার্টির হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ।
মে দিবস উপলক্ষে এদিন সন্ধ্যায় বাউড়িয়ার ফোর্টগ্লস্টর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পার্টির হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ, পার্টির হাওড়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নবীন ঘোষ, পার্টি নেতা সেলিম মোল্লা প্রমুখ। উপস্থিত ছিলেন পার্টি নেতা সাবিরউদ্দিন মোল্লা। সমাবেশ পরিচালনা করেন পার্টি নেতা মনোজ ব্যানার্জি।
দিলীপ ঘোষ ধর্মীয় মেরুকরণের নামে মানুষ ভাগের ষড়যন্ত্রের তীব্র নিন্দা করে বলেন, লুটে খাওয়ার দল খেটে খাওয়াদের ওপর জুলুম শোষণ বাড়াচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। যন্ত্রণা শোষণ আড়াল করতেই ধর্মীয় বিভাজনের রাজনীতি করা হচ্ছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেস ধর্মকে রাজনীতির সাথে মেশাতে চাইছে। আমরা ধর্মের বিরোধী নই। কিন্তু ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানোর বিরুদ্ধে। পহেলগাম কিংবা পুলওয়ামাতে বর্বরোচিত সন্ত্রাসবাদি হামলা ও হত্যাকান্ড হল। গোয়েন্দা বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রক কারোর কাছে কেনো আগাম কোনো খবর থাকলো না! কেন্দ্রের মোদি সরকার এই ব্যর্থতার দায় এড়াতে পারে না। ওয়াকফ সংশোধনী আইন করে মুসলিমদের অধিকারকে মোদি সরকার খর্ব করতে চায়। আবার নির্মম শ্রমকোড শ্রমিকশ্রেণির ওপর চাপিয়ে দিতে চায় মোদি সরকার। শ্রমিকদের পরিচয় শ্রমিক। লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়াদের লড়াই। তৃণমূল কংগ্রেস ও বিজেপি-র শ্রমজীবী বিরোধী নীতির বিরুদ্ধে খেটে খাওয়াদের একজোট হতে হবে। ২০ মে ধর্মঘটকে সর্বাত্মক করতে সর্বস্তরের মানুষকে একজোট হতে আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ।
May day meeting on Howrah
যন্ত্রণা, শোষণ আড়াল করতেই ধর্মীয় বিভাজনের রাজনীতি: দিলীপ ঘোষ

×
Comments :0