Pradeshik Kisan Conference

নির্বাচিত নতুন নেতৃত্ব, প্রতিরোধই পথ, জানালো কৃষকসভার রাজ্য সম্মেলন

রাজ্য

কৃষক সম্মেলন থেকে নব নির্বাচিত সভাপতি মেঘনাথ ভুঁইয়া ও সম্পাদক পরেশ পালকে পরিচয় করাচ্ছেন হান্নান মোল্লা, বিজু কিষনান ও অমল হালদার। ছবি: পার্থ প্রতিম কোঙার

পীযুষ ব্যানার্জি: বর্ধমান

প্রতিরোধের আন্দোলনকেই এগিয়ে নিয়ে যাবে কৃষকসভা, জানিয়ে দিয়েছে ৩৮ তম রাজ্য সম্মেলন।
টানা দু’দিন ধরে টানা প্রায় সাড়ে ৬ ঘন্টা ধরে প্রতিবেদনের ওপর আলোচনা করেন ৩৪ জন প্রতিনিধি। 
প্রতিনিধিদের আলোচনার পর রবিবার জবাবী ভাষণ দেন বিদায়ী রাজ্য সম্পাদক অমল হালদার। তিনি বলেছেন, ‘‘আমাদের আহ্বান হলো প্রতিরোধ।’’ 
রাজ্য সম্মেলন থেকে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন পরেশ পাল, সভাপতি নির্বাচিত হয়েছেন মেঘনাদ ভুঁইঞা। 
নাছোড় আন্দোলন করে দাবি আদায় করার বেশ কিছু ইতিবাচক ঘটনার কথা এবারের সম্মেলনে প্রতিনিধিদের আলোচনাতেও উঠে এসেছে। 
অমল হালদার বলেছেন, ‘‘ডেপুটেশন কর্মসূচি হলো। বক্তব্য রাখলাম। ফিরে এলাম। তাতে মানুষের মনে কোনো দাগ কাটছে না। বরং বিডিও অফিস ঘিরে এমন আন্দোলন করতে হবে, যাতে দাবি আদায় করে ফিরে আসা যায়। মানুষের মধ্যেও দানা বাঁধছে প্রতিরোধ আন্দোলনের চাহিদা।’’
বছর চারেক আগেও এই পরিস্থিতি ছিল না। কিন্তু গত দু বছরে বেশ কিছু জেলায় প্রতিরোধের আন্দোলনে শামিল হয়েছেন মানুষ। এসেছে দাবি আদায়ের লড়াইয়ের সাফল্য। উঠে এসেছে ডেবরায় গরিব মানুষকে সংগঠিত করে কীভাবে জমি আন্দোলনকে প্রতিরোধের চেহারায় নিয়ে গেছেন কৃষকরা। রাজ্যের বেশ কিছু জেলায় জমির আন্দোলনকে প্রতিরোধের চেহারায় নিয়ে যাওয়া গেলেও রাজ্যের সর্বত্র তা করা যায়নি বলে আত্মসমালোচনাও ছিল সম্মেলনে। অমল হালদারই বলেছেন,‘‘ ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই জমি থেকে কৃষকদের উচ্ছেদ করা হয়েছে। পাঁচ, ছয় বছর আগেও হয়েছে। তখন পারিনি। গত দু’বছর ধরে পারছি। যেখানে পারছি, সেখানে মানুষ টানটান হয়ে শামিল হচ্ছে।’’
আগামী বছরেই রাজ্যে বিধানসভার ভোট। ভোটার তালিকার নিবিড় সংশোধন অভিযান শুরু হয়েছে। সম্মেলন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফিরে গিয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন অভিযানে শামিল হতে হবে কৃষকসভার কর্মীদের। 
অমল হালদার বলেছেন, ‘‘ভোটের লড়াই এখনই শুরু হয়ে গেছে। এসআইআর হলো সেই কাজ। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার সঙ্গে কৃষক ও তার পরিবারের ভোটারদের তালিকায় রাখার কাজে আমাদের ফিরে গিয়েই মনযোগ দিয়ে করতে হবে।’’ 
শ্রমিক-কৃষক মৈত্রীর রাজনৈতিক তাৎপর্য এদিন সম্মেলনে ব্যাখ্যা করেন সারা ভারত কৃষকসভার সর্বভারতীয় নেতা হান্নান মোল্লা। আগামীদিনে কৃষকসভার কাউন্সিল বৈঠকের শুরুতে কৃষিবিজ্ঞানী, প্রযুক্তিবিদদের আমন্ত্রন জানিয়ে বক্তব্য রাখার পরিকল্পনা যেমন নেওয়া হয়েছে, তেমনই রাজ্য কাউন্সিলে স্থান দেওয়া হয়েছে কৃষিবিজ্ঞানীদেরও।  

Comments :0

Login to leave a comment