MA BABY BIHAR

বিহারে বিজেপি-কে হারানোর প্রস্তুতি পুরোদমে, বললেন বেবি

জাতীয়

বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার লক্ষ্য নিয়েছে সিপিআই(এম)। বিহারে তারই প্রস্তুতি চলছে পুরোদমে। সোমবার একথা বলেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। রবিবারই একজোটে নির্বাচন লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিহারের বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’। 
বছর শেষেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগেই শাসক বিরোধী দুই শিবিরই তৈরি হচ্ছে লড়াইয়ের জন্য। 
২০২০’র নির্বাচনে সিপিআই(এম) ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২টি আসনে জয়ী হয়েছিল। 
সোমবার সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি বলেন, 'মহাগঠবন্ধন'র প্রাথমিক লক্ষ্য বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির এক হয়ে লড়াই করা এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে হারানো। আগামী বিহার বিধানসভা নির্বাচন ঘিরে সেই প্রস্তুতি চলছে। 
সিপিআই(এম) নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ বেবি দু’দিনের বিহার সফরে এসেছেন। তিনি পাটনায় সাংবাদিকদের বলেন, "গত মাসে মাদুরাইতে অনুষ্ঠিত সিপিআই(এম) ২৪তম কংগ্রেস প্রতিটি রাজ্যে বাম, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য গড়ে তুলে বিজেপি এবং সহযোগী দলগুলিকে পরাজিত করার স্পষ্ট আহ্বান জানিয়েছে। এর প্রথম পরীক্ষা হবে চলতি বছরের বিহারের বিধানসভা নির্বাচনে। 
তিনি আরও বলেন, " 'মহাগঠবন্ধন'র প্রাথমিক লক্ষ্য হবে বিজেপিকে হারানো। সেই অভিমুখে 'মহাগঠবন্ধন' প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে।’’ 
এদিন এমএ বেবি এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য অশোক ধাওলে সিপিআই(এম) বিহার রাজ্য কমিটির বৈঠকে অংশ নেন। 
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে আগামী ২০ মে সাধারণ ধর্মঘট নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠকে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী এবং কর্পোরেট-বান্ধব নীতির বিরুদ্ধে এই ধর্মঘট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কেন্দ্রের শ্রম কোড বাতিলের দাবিতে এই ধর্মঘট ঘিরে বিহারেও চলছে প্রচার।

Comments :0

Login to leave a comment