Telengana oath taking ceremony

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অনুমুলা রেবন্ত রেড্ডি

জাতীয়

সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে দলের জয়ের পর বৃহস্পতিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অনুমুলা রেবন্ত রেড্ডি। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভাট্টি বিক্রমারকা মাল্লু।
যে ১০ জন নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাঁরা হলেন দামোদর রাজা নরসিমা, উত্তম কুমার রেড্ডি, কোমাটিরেড্ডি ভেঙ্কট রেড্ডি, সীতাক্কা, পোন্নাম প্রভাকর, শ্রীধর বাবু, তুম্মালা নাগেশ্বর রাও, কোন্ডা সুরেখা, জুপল্লী এবং কৃষ্ণা পঙ্গুলেতি।
হায়দ্রাবাদের বিস্তীর্ণ এলবি স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রাক্তন এআইসিসি সভাপতি রাহুল গান্ধী, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার প্রমুখ। 
বিধানসভার শক্তি অনুযায়ী, তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী সহ ১৮ জন মন্ত্রী থাকতে পারেন।

Comments :0

Login to leave a comment