ISRAEL PALESTINE CONFLICT

ইজরায়েলে সরকার বিরোধী বিক্ষোভ বামপন্থীদের

আন্তর্জাতিক

unemployment india ruralurban bjp congress bengali news দলের জয়ের নায়ক মহম্মদ শামি।

এবার খোদ সাধারণ ইজরায়েলবাসীর বিক্ষোভের মুখে নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জেরুজালেমের বাসভবনের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হয়ে শনিবার  বিক্ষোভ দেখায়। খবরে বলা হয়, ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলা মোকাবেলায় নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন তারা। এই বিক্ষোভে নেতৃত্ব দেয় বামপন্থীরা। শনিবার ইজরায়েলি বামপন্থী কর্মীরা তেল আভিভে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করে, যুদ্ধবিরতি এবং পন বন্দীদের মুক্তির আহ্বান জানায়। তাদের অনেকেই সন্ত্রাসী হামলার সময় ইজরায়েল থেকে অপহৃত ২০০ জনেরও বেশি পন বন্দীকে ফিরিয়ে আনার সুবিধার্থে  হামাসের সাথে যুদ্ধবিরতির দাবি জানায়।

জেরুজালেমের পাশাপাশি তেল আভিভ, হাইফা, বীরশেবা এবং ইলাতের মতো শহরগুলিতেও সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মিশর ও জর্ডনের পররাষ্ট্রমন্ত্রীরা ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

ওয়াশিংটন ও মিশর, জর্ডন, সৌদি, কাতার ও আমিরাতের কূটনীতিকদের পাশাপাশি প্যালেস্তাইনের এক শীর্ষ কর্মকর্তার মধ্যে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে কথা বলেন মন্ত্রীরা।
 

Comments :0

Login to leave a comment