Rohit Sharma retirement

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত

খেলা

টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ক্রিকেটের ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন গতবছর। এবার লাল বলের ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন রোহিত শর্মা। এদিন অবশ্য কোনও সাংবাদিক বৈঠক করেননি তিনি। নিজের সমাজমাধ্যমে চার লাইনের একটি বিবৃতি দিয়েছেন শুধু। আইপিএলের মাঝেই বুধবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে ৩৮ বছর বয়সী রোহিত বিবৃতিতে লিখেছেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে সাদা পোশাকে খেলা আমার কাছে গর্বের। এত বছর ধরে এত ভালবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। এক দিনের ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।’
সাদা বলের ক্রিকেটে রোহিতের রেকর্ড আকর্ষণীয় হলেও লাল বলে তা নয়। দীর্ঘ দিন টেস্টে নিয়মিত সুযোগ পেতেন না তিনি। পরে ওপেনার হিসাবে খেলানো শুরু হয় তাঁকে। ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন রোহিত। করেছেন ৪৩০১ রান। গড় ৪০.৫৭। টেস্টে ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান করেছেন রোহিত। সর্বাধিক রান ২১২। টেস্টে তাঁর বেশির ভাগ রানই ভারতের মাটিতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো উপমহাদেশের বাইরে বার বার সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। 
আইপিএলের পরেই ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে রোহিত ব্যর্থ হলে তাঁর টেস্ট কেরিয়ার নিশ্চিত ভাবে শেষ হয়ে যেত। তার আগেই টেস্ট থেকে অবসর ঘোষণা করলেন রোহিত। প্রসঙ্গত, ইংল্যান্ডে পাঁচ টেস্টের সেই সিরিজ থেকে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করবে ভারত। শোনা যাচ্ছিল, ইংল্যান্ড সিরিজের আগে রোহিতকে টেস্টের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সেই জল্পনার মাঝেই অবসর নিলেন তিনি। অর্থাৎ, ইংল্যান্ড সফরের আগে নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে ভারতকে। এখন দেখার কার হাতে ওঠে রোহিতের ব্যাটন।

Comments :0

Login to leave a comment