এবিটিএ’র ডাকে এসএসসি ভবন অভিযানে রাজ্যের সব অংশের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানালো বামপন্থী ছাত্র যুব সংগঠন গুলো। সোমবার এসএফআই, ডিওয়াইএফআইয়ের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলনে বামপন্থী ছাত্র যুব নেতৃত্বের পক্ষ থেকে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত বলেন, ‘‘ ভারতের সংবিধানের প্রতিটা ইঁট বহুত্ববাদী কথা বলে, সেখানে কেন্দ্র এক দেশ এক ভাবনা ছড়াচ্ছে। এই সময় আম্বেদকরের ভাবনা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। রাজ্য জুড়ে বামপন্থী ছাত্র যুবরা সেই কাজ করেছে। আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের মানুষের অধিকার আক্রান্ত। এই পরিস্থিতিতে আমরা চুপ করে থাকতে পারিনা। ২৫,৫৭২ জন শিক্ষকের চাকরি চলে যাওয়ার জন্য দায়ী সরকার। সরকারি সাহায্য নিয়ে এই কাজ হয়েছে। দুর্নীতি হয়েছে।’’
বামপন্থী যুব নেতৃত্বের কথায়, উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই চাকরি চুরি হয়েছে। মানুষের বিশ্বাস ছিল সরকারি চাকরি কখনও চলে যায় না। সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আগামী ১৭ এপ্রিল শিক্ষকদের ডাকে এসএসসি ভবন অভিযানে রাজ্যের সব অংশের মানুষকে আহ্বান জানাচ্ছি আমরা কর্মসূচিতে যোগ দান করার জন্য।’’
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘রাজ্যে এই সরকারের আমলে আট হাজার স্কুল বন্ধ হয়েছে। স্কুল গুলোয় শিক্ষক নেই ছাত্র নেই। এই আবহে এত জন শিক্ষক স্কুল ছুট হলেন। শিক্ষক নেই অনেক স্কুলে, পর্ষদ কোন কথা বলছে না।’’
তিনি বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন একজন শিক্ষককে তার স্কুলের ছেলে মেয়েদের পাশাপাশি অন্যান্য স্কুলের ছেলে মেয়েদের পড়াতে হবে। এরপর কি সেই স্কুল মার্জ করা হবে যা রাজ্যের শিক্ষানীতিতে বলা হয়েছে? স্কুল কমিয়ে দেওয়া হবে? এই গোটাটা বাংলার শিক্ষা ব্যাবস্থার ওপর সংকট তৈরি হয়েছে। সরকার দুর্নীতি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে গিয়েছে। ১৭ তারিখ শিক্ষকরা এসএসসি অভিযানের ডাক দিয়েছে, আমরাও তাতে সামিল হবো। সরকারকে জবাব দিতে হবে কেন ওএমআর শিট পাবলিক করা হলো না? আদালতে কেন পেশ করা হলো না?
বামপন্থী ছাত্র যুব নেতৃত্বের দাবি, সরকার আদালতে হলফনামা জমা দিয়ে বলুক তারা যোগ্য, অযোগ্য বাছাই করেছে। তাদের অবিযোগ এই আন্দোলন থমকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিন সাংবাদিক সম্মেলন থেকে তারা বলেন, বামপন্থী ছাত্র যুবরা কখনও এই প্রতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে চুপ করে বসে থাকবে না, এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
কলতান দাশগুপ্ত বলেন, ‘‘যোগ্য যারা আছে তাদের পাশে আমরা আছি, তৃণমূল যেই জল ঘোলা করছে তা করে তারা পার পাবে না। নজর ঘোরানোর খেলা বরদাস্ত করা হবে না। সরকারি শিক্ষা বেবস্থা রক্ষা করতে হবে।’’
SFI DYFI
বৃহস্পতিবার এসএসসি ভবন অভিযানে সব অংশের মানুষকে যুক্ত হওয়ার আহ্বান বামপন্থী ছাত্র যুবদের

×
Comments :0