প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সহ মোট তিন দফা দাবি নিয়ে লাগাতার অবস্থানে নেমেছে এসএফআই। গত বুধবার থেকে চলছে অবস্থান। ইতিমধ্যে অবস্থানের ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে।
এসএফআই'র দাবি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। বিশ্ববিদ্যালয়ে একটি প্লেসমেন্ট কমিটি রয়েছে। কিন্তু এসএফআই'র অভিযোগ, সেই প্লেসমেন্ট কমিটি সক্রিয় ভাবে কাজ করে না। তাই তারা দাবি করছে ছাত্র, শিক্ষক প্রতিনিধি সহ একটি সক্রিয় ও সুগঠিত প্লেসমেন্ট সেলের গঠন করতে হবে। তাদের আরও দাবি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ইন্টার্নশিপ সেল গঠন করতে হবে।
এসএফআই নেতা বিতান ইসলাম বলেছেন, " আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে লিখিত আকারে আশ্বাস চাই। আজ ভিসি রেজিস্টার ও ডিন একটি বৈঠক করেন। কিন্তু তাঁরা কোনও লিখিত আশ্বাস দেননি। তাই আমরা অবস্থান চালিয়ে নিয়ে যাবো। "
বিতান আরও জানাচ্ছেন, "কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ২৫ মার্চ সমস্ত বিভাগের প্রধানদের নিয়ে বৈঠকে করা হবে। সেই বৈঠকে প্লেসমেন্ট কমিটি ও ইন্টার্নশিপ সেল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।"
কর্তৃপক্ষের দাবি ছাত্র সংসদ নির্বাচনে আপত্তি নেই। কিন্তু রাজ্য সরকারের অনুমতি মেলেনি। সে জন্যই নির্বাচন করা যাচ্ছে না। কর্তৃপক্ষ মৌখিক আশ্বাস দিয়েছে যে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে হলে প্রথম বিষয়ই থাকবে ছাত্র সংসদ নির্বাচন।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। সেই নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে এসএফআই।
SFI
ছাত্র সংসদ নির্বাচন সহ তিন দাবিতে প্রেসিডেন্সিতে লাগাতার অবস্থানে এসএফআই

×
Comments :0