SFI

কলেজ স্ট্রিট ও যাদবপুরে বুক স্টল এসএফআই'র

কলকাতা

কলেজ স্ট্রিটে বুক স্টলে প্যানেল ডিসকাশনে উপস্থিত সুজন চক্রবর্তী সহ অন্যান্যরা

নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি ও এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির তরফে বুক স্টল সংগঠিত করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাসের বাইরে এই বুকের আয়োজন করা হয়েছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সুবর্ণ জয়ন্তী চত্বরে এই বুক স্টলের আয়োজন করেছে তারা। কলকাতার দুই বিশ্ববিদ্যালয় প্রতিবছরই এই বইয়ের স্টল হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই বুকস্টলের নাম 'সংগ্রামী বইপত্র' ও যাদবপুরে এই বুক স্টলের নাম 'বইবাজার'। দুটি বুকস্টল গত ১০ তারিখ থেকে শুরু হয়েছে, চলবে আগামী ১৪ তারিখ পর্যন্ত।

নভেম্বর বিপ্লবকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী সপ্তাহ উদযাপন করে এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি। শুধুমাত্র বইয়ের বাজার নয় সাথে থাকে ফিল্ম স্ক্রিনিং, প্যালেস্টাইন মুক্তি আন্দোলনের বিষয়ে আলোচনা সভা প্যানেল ডিসকাশন সহ রক্তদান শিবির ও আয়োজন করেছে তারা। এছাড়াও ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ ফিল্ম স্ক্রিনিং করা হবে। হবে ফ্যাসিবাদ বিরোধী কনসার্টও।

কলেজ স্ট্রিটের এই বুক স্টল উদ্বোধন করেছেন এসএফআইয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু।  এই বুক স্টলেও চলবে একাধিক অনুষ্ঠান। এস আই আর সংক্রান্ত প্যানেল ডিসকাশন, সংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক কর্মসূচি রাখছে তারা। থাকছে কুইজ কম্পিটিশনও।

Comments :0

Login to leave a comment