School Teacher's Body Found

শিক্ষকের দেহ উদ্ধার পুরশুড়ায়

রাজ্য জেলা

ছবি অভীক ঘোষ।

সোমবার সন্ধ্যায় এক শিক্ষকের দেহ উদ্ধার করল পুরশুড়া থানার পুলিশ। মৃত শিক্ষকের নাম সময় টুডু(৩৯)। পুরশুড়ার বৈকুন্ঠ পুর জুনিয়র হাই স্কুলের শিক্ষক ছিলেন তিনি। পুলিশের অনুমান দিনকয়েক আগেই এই শিক্ষকের মৃত্যু হয়েছে। এদিন সন্ধ্যায় শিক্ষকের নিজের ঘর থেকে দেহ উদ্ধার করে পুলিশ।‌ অবিবাহিত ছিলেন বাড়িতে একাই ছিলেন। স্থানীয় বাসিন্দারাই পচা দুর্গন্ধ পেয়ে পুলিশ কে খবর দেন। খবর পেয়ে পুরশুড়া থানার পুলিশ তার ঘরের দরজা ভেঙে মৃত দেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গোপীনাথ টুডু নামে মৃত শিক্ষকের এক ভাই আছে। তিনি বোনের বাড়ি গেছেন। মৃত শিক্ষক মদ্য পান করতেন। অতিরিক্ত মদ পানের জন্য ভাইয়ের সাথে প্রায়শই ঝগড়া হত। 

স্থানীয় বাসিন্দা এক যুবক সুকুমার মোদী বলেন, আমি কলকাতা থেকে বাড়ি ফিরে এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শিক্ষকের বাড়িতে যাই ওঁর বাইকটা নিয়ে চাপাডাঙা যাবো বলে। দরজার কাছে গিয়ে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। জানালার কাছে গিয়ে গিয়ে একটা লাঠি খোঁচা দিলে লক্ষ্য করা যায় খোঁচা দেওয়া জায়গাটা সাদা হয়ে গেছে। তখন আমি স্থানীয়দের ডেকে পুলিশকে জানাই। পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। স্থানীয় একাংশ অনুমান অতিরিক্ত মদ পান করার ফলে এই মৃত্যুও হতে পারে। পুলিশ মৃত শিক্ষকের ভাই ও বোনকে খবর দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরশুড়া থানার পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Comments :0

Login to leave a comment