WEATHER

রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি রাজ্যে, রয়েছে সতর্কতাও

রাজ্য জেলা

রাজ্যে ঝড় বৃষ্টির দাপট চলবে। আগামী রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তর ও পশ্চিমের জেলা গুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং–এই সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া বইবে। ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার থাকবে হওয়ার গতিবেগ। 
শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কিন্তু শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শিলাবৃষ্টি ও প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলিতে। উত্তরবঙ্গের সব জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাত। পরের সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। 

Comments :0

Login to leave a comment