SALAINE PROTEST in RAYGANJ

স্যালাইনে প্রসূতি মৃত্যু: রায়গঞ্জে জাতীয় সড়ক অবরোধ

জেলা

রায়গঞ্জে ছাত্র যুব মহিলাদের পথ অবরোধ। ছবি: বিশ্বনাথ সিনহা

নিষিদ্ধ সংস্থার স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর প্রতিবাদে জাতীয়  সড়ক অবরোধে হলো রায়গঞ্জে। শামিল বহু মানুষ। ছাত্র যুব মহিলাদের ডাকে হয় অবরোধ। 
মেদিনীপুর মেডিক্যাল কলেজে ওই প্রসূতির মৃত্যু হয়। অসুস্থ একাধিক। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। মেদিনীপুরে প্রতিবাদরত ছাত্র-ছাত্রীদের শনিবার আটক করেছিল পুলিশ পরে তাদের মুক্তি দেওয়া হয় আন্দোলনের চাপে। রবিবার সেখানেই থানা ঘেরাও করে এফ আই আর দায়ের করার কর্মসূচি রয়েছে। প্রতিবাদ হয়েছে মুর্শিদাবাদেও।
রায়গঞ্জে ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা সভাপতি সামী খান, জেলা সম্পাদক ইন্দ্রজিত বর্মন এস এফআই জেলা সভাপতি নুর আলম, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা আল্পনা বর্মন জেলা সভাপতি বেলা চ্যাটার্জি সহ বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নেতৃত্ব বলেন জাল স্যালাইনে প্রসূতির মৃত্যু স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি চক্রের আরেক প্রমাণ। 
মমতা ব্যনার্জির সরকার সম্পুর্ন দায়ী। অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে পথ অবরোধে। মেদিনীপুরে   ছাত্র যুবদের গ্রেপ্তারির নিন্দা করা হয়।

Comments :0

Login to leave a comment