kolkata High Court

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন সুজয় পাল

রাজ্য

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন সুজয় পাল। সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি সুজয় পালের নাম সুপারিশ করেছে। তিনি এত দিন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন।
সুপ্রিম কোর্টের কলেজিয়াম বৈঠকে বিচারপতি সুজয় পালের নাম সিলমোহর পড়েছে। কলেজিয়াম কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে তার নাম সুপারিশ করেছে। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিলেই বিচারপতি সুজয় পাল হাই কোর্টের প্রধান বিচারপতি হবেন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম অবসর নেন। এরপর থেকেই ভারপ্রাপ্ত বিচারপতি দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বিচারপতি পাল ২০২৫ সালের জুলাই মাসে কলকাতা হাই কোর্টে আসেন তিনি। সামলেছেন তেলেঙ্গানা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বও। 

Comments :0

Login to leave a comment