মানিকচকের তৃণমূল বিধায়ক ‘প্রাণনাশের আশঙ্কা’ জানানোয় চাঞ্চল্য ছড়ালো রাজনৈতিক মহলে। এর পিছনে দলেরই কোনও বড় মাথা রয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রবীণ বিধায়ক।
মালদহের মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। সংবাদমাধ্যমে তিনি অভিযোগ জানান যে তাঁর গাড়ির ওপর হামলা হয়েছে। ঘটনার জন্য দলেরই ‘বড় মাথা’-কে দায়ী করছেন তিনি।
এর আগে মালদহেরই ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকার খুন হন। গ্রেপ্তার করা হয় তৃণমূলেরই স্থানীয় নেতাদের। ‘সুপারি’ দিয়ে খুন করানো হয়েছে বলে সংবাদমাধ্যমে জানায় পুলিশ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত মাসেই মালদহে যান। পুলিশ এবং সরকারি আধিকারিকদের দায়ী করেছেন তিনি। তবে দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারও হত্যাকাণ্ডের পিছনে দলেরই ‘বড় মাথা’ থাকার অভিযোগ তুলেছিলেন।
রাজ্যে প্রায় ধারাবাহিকভাবে তৃণমূলেরই এক পক্ষের হাতে অন্য পক্ষের কারও হত্যার ঘটনা সামনে এসেছে বারবার। টাকা, তোলা আদায় নিয়ে দ্বন্দ্বের ঘটনাও সামনে এসেছে।
মালদহে প্রশ্ন উঠেছে এই ‘বড় মাথা’ কে বা কারা। মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এই ‘বড় মাথা’-দের ছোঁয়া আদৌ হবে কিনা, রয়েছে সে প্রশ্নও।
Manikchak Sabitri Mitra
হামলায় ‘বড় মাথা’, এবার অভিযোগ মানিকচকের বিধায়কের
×
Comments :0