Madinah Bus Accident

সৌদিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা তেলেঙ্গানার

জাতীয় আন্তর্জাতিক

সৌদি আরবের মদিনার কাছে বাস দুর্ঘটনায় নিহত হায়দ্রাবাদের ওমরাহ যাত্রীদের প্রত্যেকের শোকসন্তপ্ত পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে।
বলা হয়েছে তেলঙ্গানার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী 
মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে একটি দল সৌদি আরবের যাবে। দলে থাকবেন বিধায়ক, মুসলিম সম্প্রদায়ের একজন আধিকারিক এবং নিহতদের পরিবারের দুইজন সদস্য।
সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় হায়দ্রাবাদের ৪৫ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে। মক্কা থেকে মদিনায় যাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ৪৬ জন যাত্রী বহনকারী বাসটিতে সংঘর্ষের পর আগুন ধরে প্রাণহানির ঘটনা ঘটে। কেবলমাত্র একজন বেঁচে যাওয়ার খবর পাওয়া গেছে। ২৪ বছর বয়সী মোহাম্মদ আব্দুল শোয়েব চালকের পাশে বসে আগুন থেকে বেঁচে গেছেন। হায়দরাবাদ পুলিশ কমিশনারের মতে, দুর্ঘটনার সময় বাসে ৪৬ জন যাত্রী ছিলেন। একজন ছাড়া বাকি সকলেই ঘটনাস্থলেই মারা যান। অনেকের দেহই চিহ্নিত করা যায়নি। মোহাম্মদ আব্দুল শোয়েব শুধু বেঁচে গেছেন। তাঁকে সৌদি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার ওই যুবক চালকের পাশে বসে ছিলেন। ৯ নভেম্বর দুই সপ্তাহের জন্য সৌদি আরবে উমরাহ করতে গিয়েছিলেন হায়দরাবাদের ৫৪ যাত্রী। এই ব্যক্তিদের মধ্যে চারজন পৃথক গাড়িতে মদিনায় গিয়েছিলেন এবং অন্য চারজন ব্যক্তিগত কারণে মক্কায় থেকে গিয়েছিলেন। দলের বাকি সদস্যরা ওই বাসে উঠেছিলেন। পুলিশ কমিশনার ভিসি সজ্জনার নিশ্চিত করেছেন যে বাসটিতে ৪৬ জন তীর্থযাত্রী ছিলেন এবং শোয়েবই একমাত্র ব্যক্তি যিনি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন। 
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলঙ্গানার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মহম্মদ আজহারউদ্দিন। তিনি জানিয়েছেন, ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক। একটি পরিবার ১৮ জনকে হারিয়েছে এই তথ্য তিনি পেয়েছেন। নিহতদের শনাক্ত করা যায়নি। বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন শোয়েবের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। আশঙ্কা রয়েছে শোয়েবের পুরো পরিবার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবুও শোয়েবের সুস্থতার দিকেই নজর সকলের।

Comments :0

Login to leave a comment