এবার জাতীয় নিরাপত্তার ‘স্বার্থে’ টেলি যোগাযোগ ব্যবস্থাকেও কুক্ষিগত করতে চলেছে কেন্দ্র। সোমবার লোকসভায় উত্থাপিত খসড়া টেলিযোগাযোগ বিল, ২০২৩ সরকারকে জাতীয় নিরাপত্তার স্বার্থ দেখিয়ে যে কোনও বা সমস্ত টেলিযোগাযোগ পরিষেবা বা নেটওয়ার্ক গ্রহণ, পরিচালনা বা স্থগিত করার অনুমতি দেবে।
টেলিকমিউনিকেশন বিল, ২০২৩-এর লক্ষ্য ১৩৮ বছরের পুরানো ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্টকে প্রতিস্থাপন করা, যা টেলিকম সেক্টরকে নিয়ন্ত্রণ করে। গত আগস্টে মন্ত্রিসভা বিলটি অনুমোদন করে। এই বিলে টেলিকম রেগুলেটরি অথরিটি বা ট্রাইয়ের ক্ষমতাও হ্রাস করার পরিকল্পনা রাখা হয়েছে।
Comments :0