WEATHER

দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা, উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজ্য কলকাতা

কালবৈশাখীর দেখা আর মিলবে না রাজ্যে। ঝড়বৃষ্টির সম্ভাবনা আর নেই। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে। তাপপ্রবাহের সতর্কতাও হয়েছে হওয়া অফিস। চলতি সপ্তাহহের শেষ থেকে প্রায় ১০ দিন এই অস্বস্তিকর গরম থাকবে। আগামী শনিবার ও রবিবার রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম এই জেলা গুলিতে থাকবে তাপপ্রবাহের সম্ভাবনা। আজ থেকেই বাড়বে কলকাতার তাপমাত্রা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্ৰা প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার থেকে এই তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের জেলা গুলিতে সপ্তাহের শেষে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।

Comments :0

Login to leave a comment