editorial

হিন্দুত্বের তালিবান প্রেম

সম্পাদকীয় বিভাগ

আপন স্বার্থ সিদ্ধির জন্য চরম শত্রুর সঙ্গেও গোপনে হাত মেলানো যায় এর ক্লাসিক উদাহরণ আরএসএস। হিন্দু ধর্মের রাজনীতিকীকরণের উদ্দেশ্যে আরএসএস যে হিন্দুত্ববাদী মতাদর্শ বা দর্শন খাড়া করেছে বিজেপি তারই বাহক। হিন্দু ধর্মের সঙ্গে হিন্দুত্ববাদ সম্পূর্ণ সম্পর্ক বর্জিত। হিন্দুত্ব একটি পুরোপুরি রাজনৈতিক প্রকল্প। ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে রাজনৈতিক প্রভাব বিস্তার করে রাজনৈতিক হিন্দুত্বের দিকে তাদের টেনে আনাই আরএসএস’র কাজ। প্রকাশ্য রাজনৈতিক মঞ্চে একাজের দায়িত্ব বর্তেছে আরএসএস’রই রাজনৈতিক শাখা বিজেপি’র উপর। ভুলে গেলে চলবে না বিজেপি কোনও স্বতন্ত্র রাজনৈতিক দল নয়। আরএসএস’র রিমোটেই পরিচালিত হয় বিজেপি। দলের সর্বস্তরে ৯০ ভাগ নেতারই উৎস কিন্তু আরএসএস। আরএসএস’র কাঠামোর মধ্যে প্রশিক্ষিত ও পরীক্ষিত না হলে বিজেপি’র নেতা হওয়া যায় না। রাজনৈতিক ক্ষমতা তথা রাষ্ট্রক্ষমতা দখলের লক্ষ্যে রাস্তা হিসাবে আরএসএস খুঁজে নিয়েছে হিন্দুত্বকে। ধর্মবিশ্বাস, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে তারা চায় হিন্দুদের জোটবদ্ধ করে হিন্দুত্বের রাজনৈতিক ছাতায় নিয়ে আসতে। দেশে হিন্দু জনসংখ্যা যেহেতু তিন চতুর্থাংশেরও বেশি তাই ভারতীয় হিন্দুদের ৭০ শতাংশকেও ধর্মান্ধতায় ডুবিয়ে হিন্দুত্বের আফিম গেলানো যায় তাহলে রাজনৈতিক ক্ষমতা দখলে আর কোনও বাধা থাকে না। এটাই আরএসএস তথা বিজেপি’র রাজনৈতিক অভিমুখ। একাজ সফল করতে তারা মুসলিম বিদ্বেষ ও ঘৃণাকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইসলাম আর পাঁচটা ধর্মের মতো একটি ধর্ম, তাদের ধর্মীয় প্রথা আছে, আচার আছে। কিন্তু হিন্দুত্ববাদীরা ইসলাম ধর্মকে দেখাতে চায় হিন্দু ধর্মের শত্রু হিসাবে। অর্থাৎ মুসলিমরা হিন্দুদের সর্বনাশ করে দেবে, সংখ্যায় বেড়ে হিন্দুদের সংখ্যালঘু করে দেশ দখল করে ফেলবে। মুসলিমরা হিন্দু মেয়েদের বিয়ে করে মুসলিম বাড়াচ্ছে। তারা হিন্দুদের জমিজমা, চাকরিবাকরি দখল করে ফেলছে। প্রতিনিয়ত হিন্দুদের মধ্যে সীমাহীন মুসলিম ভীতি, আতঙ্ক, নিরাপত্তাহীনতা ছড়িয়ে এমন এক ভয়াবহ পরিবেশ তৈরি করতে চায় যাতে হিন্দুরা বাধ্য হয়ে হিন্দুত্বের ছাতার তলায় আশ্রয় নিয়ে তীব্র ও হিংস্র মুসলিম বিদ্বেষী হয়ে ওঠে। যে কোনও ধরনের অন্যায়, অপরাধ, বেআইনি কাজের সঙ্গে মুসলিমদের জড়িয়ে প্রচারের ঝড় তুলে সাম্প্রদায়িক ও ধর্মীয় বিভাজনকে তীক্ষ্ণ ও ব্যাপ্ত করে। এটাই পরে রাজনৈতিক মেরুকরণরূপে বিজেপি’র রাজনৈতিক ক্ষমতা দখলের পথ প্রশস্ত করে।
মজার বিষয়, আরএসএস-বিজেপি সামগ্রিকভাবে মুসলিম বিশ্বের সঙ্গে কোনোরকম বিরোধ করে না। বরং সেখানে সদ্ভাব, বন্ধুত্ব বজায় রাখে। আসলে বিশ্বের সহযোগিতা ভারতের সরকার সচল রাখা কঠিন। আরএসএস কেবল পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সংঘাতে থাকতে চায়। তাতে ভারতের হিন্দুদের সহজে উন্মাদিত করা যায়। মোদী সরকার আরব দুনিয়ার মুসলিম দেশগুলির সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় দেশের অর্থনীতির স্বার্থে। সেখানে মুসলিম নেতাদের সঙ্গে গলাগলি কোলাকুলি নাটক চলে। সম্প্রতি আফগানিস্তানের তালিবান শাসকদের সঙ্গে অতি ঘনিষ্ঠতার পর্ব শুরু হয়েছে। যতদিন পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক ভালো ছিল ততদিন আফগানিস্তান ছিল পরিত্যাজ্য। ইদানীং আফগান-পাকিস্তান সম্পর্ক তিক্ত হতেই মুসলিম বিদ্বেষী সরকার হঠাৎ তালিবান প্রেমী হয়ে উঠেছে।

Comments :0

Login to leave a comment