Blood Donation

অভয়ার বিচারের দাবিতে রক্তদান শিবির খড়দহে

জেলা

রবিবার খড়দহে রক্তদান শিবির। ছবি: অভিজিৎ বসু

আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের বিচারের দাবি সামনে রেখে রক্তদান শিবির হলো খড়দহে।
খড়দহ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে নন্দনকানন শান্তিনগর রোডে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ঝন্টু মজুমদার এবং চিকিৎসক আন্দোলন ও অভয়া মঞ্চের অন্যতম নেতা ডাঃ গৌতম মুখার্জি। অংশ নেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাস, রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, গার্গী চ্যাটার্জিও।
২০২৪’র ৯ আগস্ট আরজি কর হাসপাতালের মধ্যেই সেমিনার রুমে মিলেছিল চিকিৎসক-ছাত্রীর দেহ। পুলিশ এবং সিবিআই এক সিভিক ভলান্টিয়ারকে দায়ী করে চুপ করে গেলেও চিকিৎসক আন্দোলন এবং সমাজের বিভিন্ন অংশ প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে সরব। সে সময় রাজ্য উত্তাল হয়ে উঠেছিল বিচারের দাবিতে। হয়েছিল ‘মেয়েদের রাত দখল’। উঠে এসেছিল তৃণমূল ঘনিষ্ঠ দুর্নীতি চক্র এবং ‘থ্রেট কালচার’। প্রতিবাদীদের বারবার প্রশাসনিকভাবে সমস্যায় ফেলে চলেছে রাজ্য সরকার। আর কেন্দ্রের সিবিআই এমন তদন্ত করেছে যা নিম্ন আদালতেই গুচ্ছ প্রশ্নের মুখে পড়েছে। 
এদিন খড়দহ রক্ত সংগ্রহ করতে আসেন কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মীরা। ৬২ জন রক্তদান করেন। শিবিরে চলে গান, আবৃত্তি। সভাপতিত্ব করেন রুবি চক্রবর্তী। 
পাশাপাশি সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির  সদস্য শুভব্রত চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, দেবজ্যোতি দাশ ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা রুনু ব্যানার্জি, ডাঃ রঞ্জন চক্রবর্তীও অংশ নেন।

Comments :0

Login to leave a comment