Students union elections

'ছাত্র সংসদ নির্বাচন চাই' দাবি যাদবপুরেও

কলকাতা

অরিজিৎ মন্ডল 
 

অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আগামী ১২ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি কনভেনশন ও মিছিলের ডাক দেওয়া হয়েছে। এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির উদ্যোগে এই কনভেনশন ও মিছিল হবে। কনভেনশন উপস্থিত থাকবে এসএফআই নেত্রী ঐশী ঘোষ ও জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহ-সভাপতি অভিজিৎ। 

যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা শুভদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,"যাদবপুরে শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ২০২০ সালে, তারপর থেকে কেটে গেছে প্রায় পাঁচ বছর। যারা ইউনিয়নে জিতেছিল তারা অনেকেই পাস করে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছেন। ইউনিয়ন চালাতে একটা অরাজকর পরিস্থিতি সম্মুখীন হতে হচ্ছে, তাই আমরা চাই নতুন নির্বাচিত ছাত্র সংসদ। সরকারের উপর চাপ সৃষ্টি করতেই আমরা এই কনভেনশন ও মিছিল করছি।"

প্রসঙ্গত, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে একাধিকবার পথে নেমেছে এসএফআই। তারা কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানও করেছে। তারা ঘোষণাও করেছে অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের দিন ঘোষণা না করলে এবার শিক্ষা দপ্তর অভিযান করবে।
 

Comments :0

Login to leave a comment