Brigade Rally

লড়াই চলবে, ব্রিগেডে যাচ্ছেন অ্যাপ ক্যাব চালকরাও (দেখুন ভিডিও)

রাজ্য ব্রিগেড

২০ এপ্রিল ব্রিগেড। রাজ্যের শ্রমজীবী কৃষিজীবী বস্তিবাসী মানুষদের ডাকে ব্রিগেড সমাবেশ হবে। সিআইটিইউ অনুমোদিত কলকাতা বাইক ট্যাক্সি অ্যাপ ক্যাব অপারেটরস ইউনিয়নের সদস্য সৌরভ তালুকদার জানাচ্ছেন ওলা উবের ড্রাইভারদের নিত্য দিনের সমস্যার কথা। তিনি জানাচ্ছেন, দিনের পর দিন আয় কমছে। ২০১৮ সালে কিলোমিটার প্রতি ৭-৮ টাকা দিতো কোম্পানি গুলো আজ ২০২৫ সালে দাঁড়িয়েও ভাড়া খুব বেশি হলে ৯ টাকা কিলোমিটার। আমরা দাবি করছি কিলোমিটার প্রতি ১২ টাকা বাইকের জন্য দিতে হবে। ২০১৮’র পর ভাড়া বাড়েনি। কিন্তু তেলের দাম লাফিয়ে বাড়ছে। আমাদের, চালকদের, দিক ভেবেও দেখছে না কোম্পানি। (দেখুন ভিডিও)
তিনিই জানাচ্ছেন, আরও শোচনীয় অবস্থা চার চাকা চালকদের। তাঁরা কিলোমিটার প্রতি ১২ থেকে ১৪ টাকা পাচ্ছে। অনেক ক্ষেত্রে সেই টাকাও পাচ্ছেন না। এরপর আছে পুলিশের জুলুম। প্যাসেঞ্জার তোলার সময় পিছন থেকে এসে নম্বর প্লেটের ছবি তুলে কেস দিয়ে দেয়। কিছু করার থাকে না আমাদের। কোম্পানিগুলি যা খুশি টাকা কেটে নেয়। আমাদের কোনও স্বাস্থ্য বিমা নেই। কোম্পানি গুলি নিয়িমিত মাসে মাসে বিমার টাকা কাটে। কিন্তু যখন দরকার পরে ৯০ শতাংশ ক্ষেত্রে টাকা পাওয়া যায় না। আমাদের জন্যই কোম্পানি গুলি চলে কিন্তু আমাদের নায্য মজুরি থেকে বঞ্চিত করে। 
কোনও সরকারের এই বিষয়ে কোনও সদিচ্ছাই নেই। আমরা পরিবহণ দপ্তরে একাধিক বার ডেপুটেশন দিয়েছি। আমরা দাবি জানিয়েছিলাম সব ট্রেড ইউনিয়ন, সরকার ও বিভিন্ন অ্যাপ ক্যাব কোম্পানি এক সঙ্গে বৈঠকের। সেই ব্যাপারেও সরকারের কোনও ভূমিকা নেই।

Comments :0

Login to leave a comment