World Para Athletics Championship 2025

প্যারা অ্যাথলেটিক্সে অভিষেক রেকর্ড সংখ্যক ভারতীয়র

খেলা

আগামী ২৭সেপ্টেম্বর থেকে সরু হতে চলেছে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। নিউ দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। তবে ইতিমধ্যেই শিরোনামে চলে এসেছে এই প্রতিযোগিতা। কারণ এই বছর এই প্রতিযোগিতায় প্রায় ৩৫জন নতুন ভারতীয় অ্যাথলেটিক্সের  অভিষেক ঘটতে চলেছে। যার মধ্যে রয়েছেন মহেন্দ্র গুর্জার। যিনি এই বছরের শুরুর দিকে সুইৎজারল্যান্ডে এফ৪২ নোটউইল গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় ৬১.১৭মিটারের জ্যাভেলিন থ্রোয়ে রেকর্ড গড়েছিলেন। বর্তমানে তিনি অনুশীলন সাড়ছেন পাতিয়ালাতে। ৩৫জনের এই তালিকায় রয়েছেন ডিস্কাস এফ৫৭ বিভাগের অতুল কৌশিক , শটপাট এফ৪৬ বিভাগের প্রবীণ , এফ৩৭ ডিস্কাস বিভাগে হানে , টী৪৪ লং জাম্প বিভাগের মিত পাল , এফ১৩ জ্যাভেলিন বিভাগের মনজিৎ প্রমুখ অ্যাথলিটের নতুন মুখ। এই প্রতিযোগিতায় গোটা বিশ্ব থেকে প্রায় ১০০টি দেশ থেকে মোট ২২০০ প্যারা অ্যাথলিটরা অংশগ্রহণ করবে।    

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন