Maoist Encounter

ওডিশায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত শীর্ষ মাওবাদী নেতা সহ ৫

জাতীয়

ওডিশার কান্ধমাল জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত নেতা মাওবাদী গণেশ উইকে। সিপিআই(মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশ উইকের মাথার দাম ছিলো ১.১ কোটি টাকা।

নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন যে বুধবার রাতে বেলঘর থানা এলাকার গুম্মা বনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ছত্তিশগড়ের দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চাকাপাদ থানা এলাকার একটি জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই হয় নিরাপত্তা বাহিনীর। সেখানেই উইকে সহ আরও চার মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।যার মধ্যে একজনকে ৬৯ বছর বয়সী গণেশ উইকে হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি তেলঙ্গানার নালগোন্ডা জেলার চেন্দুর মণ্ডলের অন্তর্গত পুল্লেমালা গ্রামের বাসিন্দা ছিলেন। দুই মহিলা সহ বাকি তিন জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী কান্ধমালের গুম্মার জঙ্গলে একদল মাওবাদী লুকিয়ে রয়েছে। সেই খবর পেয়েই রাতে অভিযান করে  পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর যৌথ বাহিনী। রাতভর তল্লাশি অভিযানের পর বৃহস্পতিবার ভোর থেকে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।

উল্লেখ্য নভেম্বর মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামারাজুতে নিহত হয়েছিলেন মাওবাদী শীর্ষনেতা মাডবী হিডমা।

Comments :0

Login to leave a comment