SFI

তৃণমূলের মিথ্যাচার করছে: সৃজন

রাজ্য কলকাতা

সাংবাদিক সম্মেলনে সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে।

মিথ্যাচার করছে তৃণমুল সাংবাদিক সম্মেলন করে বললেন জানাচ্ছেন এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য। রাজ্যের সর্বত্র আক্রমণ চালিয়েছে তৃণমুল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়। কোথাও তৃণমুল ছাত্র পরিষদ কোথাও তৃণমূলের গুন্ডা বাহিনী আবার কোথাও পুলিশকে ব্যবহার করে ছাত্র আন্দোলনের উপর সরাসরি আক্রমণ চালানো হয়েছে। আক্রমণ করা হয়েছে সিপিআইএম অফিসেও। 
মঙ্গলবার তৃণমূলের তরফে দেবাংশু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে একাধিক প্রশ্ন তোলে। তিনি বলেছিলেন যদি ইন্দ্রানুজকে গাড়ি চাপা দেওয়া হয়ে থাকে তাহলে তাঁর চোখে শুধু চোট পেলো কী করে? দেবাংশু দাবি করেছিলেন ইন্দ্রানুজ পাশে থাকা স্কুটারে ধাক্কা লেগে চোট পেয়েছে। 
বুধবার দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলন থেকে সৃজন বলেন, "পশ্চিমবঙ্গের কলেজ গুলিতে আট বছর ধরে নির্বাচন বন্ধ। ছাত্র সংসদ গুলো কার্যত বিলুপ্ত। অথচ বিভিন্ন কলেজ গুলোতে ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে। তা কোনও ক্ষেত্রে ১০০ আবার কোথাও ২০০ আবার কোথাও ৫০০ টাকাও নেওয়া হচ্ছে।"  সৃজন নির্দিষ্ট নাম দিয়ে কোথায় কত টাকা নেওয়া হয় তা জানিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কাল বলা হয়েছিল ওই দিন যাদবপুরে কয়েক জন বহিরাগত উপস্থিত হয়েছিল।সৃজন ছবি ও নাম প্রকাশ করে দেখায় গোটা রাজ্য থেকেই বহিরাগতদের জড়ো করেছিল তৃণমূল। তিনি বলেন, "মেদিনীপুরের ছাত্র নেতা মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদের নেতা কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা আসা হয় পরিকল্পিত অশান্তি ছাড়ানোর জন্য।"

যাদবপুরের ঘটনা নিয়ে সিপিআই এম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "পুলিশ দলদাস হলে তার পরিনাম কী তা যাদবপুর পর্বে গোটা রাজ্য দেখছে। ন্যায়সংহিতা বা আগের সিআরপিসি পড়ে তাহলে এক্সিডেন্ট হলেই গাড়ির চালককে আটক করা হয় সে নেশা করে আছে কী না তা দেখতে হয়। উল্টে পুলিশ ছাত্রদের হোস্টলে রেড করে সারারাত ধরে। তিনি আরো বলেন মেদিনীপুরে এই পুলিশই বলেছে কলেজের বাইরে বের করে নিয়ে আয়। তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা মেরে বের করেছে ছাত্রীদের। গভীর রাত অবধি আটকে রাখা হয়েছে। এটা করা যায় না। লেকটাউন দক্ষিণ ২৪ পরগনাতেও চলেছে হামলা। পুলিশকে খ্যাপা কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয় তাহলে তাকে বকলেশ পড়াতে হবে। আদালত তা পারে। মনে রাখতে হবে কল্যাণীতে সাংবাদিকরাও আক্রান্ত হয়েছে। 

Comments :0

Login to leave a comment