Naihati Murder Case

নৈহাটিতে শুট আউটের ঘটনায় গ্রেপ্তার এক , আটক চার

রাজ্য জেলা

প্রকাশ্য দিবালোকে নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনার ২৪ ঘণ্টা পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে সরিয়ে দেওয়া হয়। নতুন পুলিশ কমিশনার হয়ে এসেছেন অজয় কুমার ঠাকুর। কমিশনার বদলের ২৪ ঘণ্টার মধ্যেই নৈহাটির তৃণমূল কর্মী খুনে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম অক্ষয় গণ। 
গত শুক্রবার প্রকাশ্য দিবালোকে নৈহাটিতে প্রথমে গুলি করে তারপর ইট দিয়ে থেঁতলে সন্তোষ যাদব নামে এক যুবককে দুষ্কৃতীরা খুন করে। নৈহাটি থানা থেকে দুশো মিটার দুরত্বে এক ওই তৃণমূল কর্মীকে প্রথমে গুলি করে ইট দিয়ে থেঁতলে খুন করা হয়। দুপুর তিনটে নাগাদ এই ঘটনা ঘটেছে। নৈহাটি গৌরীপুর পানিট্যাঙ্কির সামনে মৃত তৃণমূলের কর্মী সন্তোষ যাদবের বাড়ি। এলাকায় সাট্টার সাথে যুক্ত। ওই এলাকায় সাট্টার দায়িত্ব তৃণমূলের অপর একটা গ্রুপের হাতে ছিল। তাদের হাত থেকে সেটা নিয়ে সাট্টার দায়িত্ব তৃণমূলের কর্মী সন্তোষ যাদব এর হাতে দেয়। এই নিয়ে সন্তোষ যাদবের ওপর ক্ষিপ্ত ছিল তৃণমূলের অন্য গ্রুপের দুস্কৃতীর দলবল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়ের বক্তব্য। মৃত যুবক এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। অলোক রাজোরিয়া বলেছিলেন যে সন্তোষ যাদবকে গুলি করা হয় নি। ওকে ইট দিয়ে থেঁতলে মেরেছে। কিন্তু তৃণমূলের সাংসদ ও বিধায়ক বলেছে  ওকে গুলি করে মেরেছে। এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। যার জন্য অলোক রাজোরিয়া কে সরিয়ে দেওয়া হয়। শনিবার বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে সরিয়ে তাঁর জায়গায় অজয় কুমার ঠাকুরকে নিয়ে আসা হয় নবান্নের তরফে। রবিবার নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনার সঙ্গে যুক্ত এক জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে খুনের ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে অক্ষয় গণ নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কথায় অসঙ্গতি ও সন্দেহজনক।  আটক ওই চারজনকেও গ্রেপ্তার করা হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।

Comments :0

Login to leave a comment