গোলমেলে ব্যবসাই চালিয়ে যাচ্ছে আদানি গোষ্ঠী। বোঝা যাচ্ছে একের পর এক হিসেবরক্ষক সংস্থা এই গোষ্ঠীর সঙ্গ ছাড়ায়। আরও বোঝা যাচ্ছে আরেক আদানির আরেক হিসেবরক্ষক দেশেরই প্রতিষ্ঠান এনএফআরএ’র জেরার মুখে পড়ায়।
বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর লেনদেন প্রসঙ্গ তুলে এই মর্মে সরব হয়েছে কংগ্রেস। দলের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, ‘‘২০২৩’র মে’তে আদানি টোটাল গ্যাসের হিসেবরক্ষক নাম না জানা সংস্থা সরে যায়। আগস্টে আন্তর্জাতিক স্তরে পরিচিত আরেকটি অডিট সংস্থা আদানির সঙ্গ ছেড়ে দেয়। আদানির আর্থিক লেনদেনে বিধি ভাঙার সতর্কতা জানায়।’’
এরপরই রমেশ বলেছেন, ‘‘অক্টোবরে নতুন খবর এসেছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত আদানি গোষ্ঠীর পাঁচটি সংস্থার অডিটর ন্যাশনাল ফিনান্সিয়ালরিপোর্টিং অথরিটির তদন্তের মুখে পড়েছে। নরেন্দ্র মোদীর সবচেয়ে পছন্দের গোষ্ঠীতে সত্যিই বড় গোলমাল রয়েছে।’’
মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার সম্পর্কিত সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টে জানানো হয় আদানি গোষ্ঠীর শেয়ারের দাম ফাঁপিয়ে বাড়ানো। দেখা যায় এই রিপোর্ট বের হওয়ার পর গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারের দাম হুহু করে পড়ে যাচ্ছে। কংগ্রেস সহ বিরোধীরা আদানির লেনদেনের তদন্তে যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবি জানালেও কেন্দ্রের বিজেপি সরকার তাতে কান দেয়নি।
Comments :0