আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যে দেশের উৎপাদন এবং উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করল ভেনেজুয়েলা। রাষ্ট্রপতি নিকেলাস মাদুরো ‘সবনির্ভর উৎপাদন পরিকল্পনা’ ঘোষণা করেন দেশবাসীর কাছে।
ভেনেজুয়েলায় পরপর বামপন্থী সরকারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিনের পর দিন আরও কঠিন হয়েছে। বামপন্থী রাষ্ট্রপতি হুগো স্যাভেজ এবং তারপর নিকোলাস মাদুরোর নেতৃত্বে সেই অবরোধের সঙ্গে লড়ে এগতে হচ্ছে ভেনেজুয়েলাকে।
মাদুরো দেশবাসীর কাছে বলেছেন, আমেরিকার অবরোধের কারণেই শেভ্রন সরে গিয়েছে। কিন্তু ভেনেজুয়েলা নিজের উদ্যোগেই খনিজ তেলের মতো একাধিক ক্ষেত্রে এগতে সক্ষম। তা আমাদের করতে হবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে ঠেকানো যাবে না ভেনেজুয়েলাকে।
দেশের আঞ্চলিক ব্যাঙ্কগুলির পুনর্গঠনে প্রায় ১০ মিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা।
Maduro Venezuela
আমেরিকার অবরোধে দমে যাবে না ভেনেজুয়েলা, নতুন পরিকল্পনা ঘোষণা মাদুরোর

×
Comments :0