ব্যাডমিন্টনে তাইপেই ওপেনের সুপার ৩০০ - র কোয়ার্টারে পৌঁছালো উন্নতি হুডা ও আয়ুশ শেট্টি। বছর ২০ - র আয়ুশ জিতলেন প্রাক্তন বিশ্বের একনম্বর এবং ২০২১ বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীকান্তের বিরুদ্ধে। ২১-১৬ , ১৫-২১ , ২১-১৭ সেটে হারালেন ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতার ব্রোঞ্জ মেডেলিস্ট আয়ুশ। ২০২২ এর ওড়িশা মাস্টার্স এবং ২০২৩ এর আবু ধাবি মাস্টার্স এর বিজয়ী উন্নতি জয় পেলেন চাইনিজ তাইপেইর লিন শিহ ইয়ুনের বিরুদ্ধে । কোয়ার্টার উন্নতির প্রতিপক্ষ হুং য়িং তিং। আগামী ৯ তারিখ শুক্রবার আয়ুশ নামবে কানাডার ব্রায়ান ইয়াং - এর বিরুদ্ধে ভারতীয় সময় সকাল ৭:৩০ টায়।
Taipei Open Super 300
তাইপেই ওপেনে জয় উন্নতি , আয়ুশের

×
Comments :0