উত্তরাখণ্ড বিধানসভা বুধবার একটি কঠোর ‘ধর্মান্তরকরণ’ বিরোধী বিল পাস করেছে যা ‘বেআইনি’ ধর্মান্তরকে একটি গুরুতর এবং অ-জামিনযোগ্য অপরাধ হিসেবে গন্য করেছে। শাস্তি হিসেবে কমপক্ষে তিন থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। একই সাথে সরকারী পরিষেবাগুলিতে রাজ্যের মহিলাদের ৩০ শতাংশ সংরক্ষণের একটি বিলও পাস করেছে।
উত্তরাখণ্ডের ধর্মের স্বাধীনতা (সংশোধনী) আইন, ২০২২ অনুসারে, জেলের মেয়াদ ছাড়াও, বেআইনি ধর্মান্তরে জড়িত যে কোনও ব্যক্তিকে কমপক্ষে ৫০,০০০ টাকা জরিমানা করা হবে।
এছাড়াও, যাকে ‘ধর্মান্তরিত’ করা হয়েছে তাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে। এর আগে, রাজ্যে বেআইনি ধর্মান্তরের শাস্তি জরিমানা ছাড়াও এক থেকে সাত বছর পর্যন্ত জেল ছিল।
Comments :0