first-ever brother-sister duo Grandmasters

আন্তর্জাতিক দাবা খেলায় প্রথম গ্র্যান্ডমাস্টার হলেন ভাই-বোন জুটি

খেলা

স্পেনে অনুষ্ঠিত চতুর্থ এল লোব্রেগাট ওপেনে ২৫০০ FIDE রেটিং অতিক্রম করে ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন বৈশালী রমেশবাবু। দ্বিতীয় রাউন্ডে তুর্কি এফএম তামার তারিক সেলবেসকে (২২৩৮) পরাজিত করে রেটিং অতিক্রম করেছেন ২২ বছর বয়সী এই তারকা।
"অবশেষে শিরোপা জিততে পেরে আমি খুব খুশি। এটা মাত্র দুই রাউন্ড। আমি ও টুর্নামেন্টের দিকে মনোযোগ দিচ্ছি। তবে জিএম শিরোপা নিয়ে আমি সত্যিই খুশি,’’ জানান তিনি। 
"দাবা খেলা শুরু করার পর থেকে অবশেষে আমি আমার একটি লক্ষ্য অর্জন করেছি। আমি এর খুব কাছাকাছি ছিলাম, তাই আমি সত্যিই উত্তেজিত ছিলাম তবে কিছুটা চাপও ছিল। মাঝখানে আমার খেলা খুব একটা ভালো হচ্ছিল না, কিন্তু তাও জিততে পেরেছি। এই কৃতিত্বের সাথে, বৈশালী এবং তার ছোট ভাই, রমেশবাবু প্রজ্ঞানন্দ, ইতিহাসে প্রথম গ্র্যান্ডমাস্টার ভাইবোন জুটি হয়ে উঠেছেন।

Comments :0

Login to leave a comment