DANA VIGYAN MANCHA

সুন্দরবনে ঝড় মাথায় অক্লান্ত বিজ্ঞানকর্মীরা

জেলা

ঝোড়ো রাতে গ্রামে ঘুরে সতর্কতার প্রচারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা।

আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা নিয়ে জনতার মাঝে থাকল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। বিজ্ঞানকর্মীরা ঘুরলেন সুন্দরবনের এলাকায় এলাকায়। কী কী সতর্কতা নিতে হবে, চালালেন প্রচার।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সুন্দরবন উপসমিতির উদ্যোগে ২৩ অক্টোবর থেকেই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে শুরু হয় প্রচার। সন্দেশখালি, হাসনাবাদ, ন্যাজাট, টাকি, হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে আসন্ন ঘূর্ণিঝড় ‘দানা’ সম্পর্কে মানুষকে সচেতন করতে অক্লান্ত প্রচার করেছেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা।
সন্দেশখালির কালীনগর, সেহেরাতে প্রচার করা হয়। সংগঠনের ইছামতী বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান কর্মীরা টাকি থেকে মাইক প্রচার শুরু করে হাসনাবাদ, কালীবাড়ি, রামেশ্বরপুর, বরুনহাট, কাটাখালি, বোলদেপোতা, নারকেলতলা, মামুদপুর, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া, স্যান্ডেল বিল, আমবেড়িয়া হয়ে প্রায় লেবুখালি পর্যন্ত পৌঁছান। 
পাশাপাশি কালীতলা, যোগেশগঞ্জ, সামসেরনগর, দুলদুলিতেও বিজ্ঞান কর্মীরা প্রচারের কাজ চালায়। আরেকদিকে ধীরেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান কর্মীরা সন্দেশখালি-২’র বোয়ালিয়ার চর, মোল্লা পড়ার ঘাট, গোপালের ঘাট, মনিপুর ফ্ল্যাট সেল্টার, পূর্ব অতপুর বাজার, তালতলার ঘাট, মনিপুর বাজার, পড়িয়ার মোড়, আতাপুর  খেয়াঘাট, আতাপুর হাই স্কুল মোড়, কাছারি পাড়া ফ্ল্যাট সেল্টার, সরদার পড়ার ঘাট, মথুরা বাজার, হাবিলের ঘাট, ডিটিডি ফ্লাড শেল্টার, তুষখালি ফেরি ঘাট, পুটিমারি মোড়, ধুচনিখালি-২ নম্বর চক, ধুচনীখালী ৩ নম্বর ও ধুচনীখালি বাজার ইত্যাদি জায়গায় প্রচার করেন।

Comments :0

Login to leave a comment