মাত্র কয়েকদিনের ব্যবধানেই দুটি দুঃসংবাদ পাওয়া গেল ভারতীয় ক্রিকেট থেকে। রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটের ' পোস্টার বয় ' বিরাট কোহলি। বেশ কিছুদিন আগেই বিসিসিআইয়ের কাছে অবসরের এই প্রস্তাব রেখেছিলেন তিনি। বিসিসিআই নিশ্চিত ছিল যে তারা বিরাটের সঙ্গে আলোচনার মাধ্যমে এই তার এই সিদ্ধান্তের বদল ঘটাতে পারবেন। কিন্তু বাস্তবে তা আর রূপায়িত হলোনা। আইপিএলের পর আসন্ন ইংল্যান্ড টেস্ট সফরে আর দেখা মিলবেনা বিরাটের। রোহিত ও বিরাটের মতন দুই সেরা তারকার এই আশ্চর্যজনক সিদ্ধান্তে অবাক ক্রিকেট মহল। তবে দ্রুতই সেই জায়গায় অন্য খেলোয়াড়ের কথা ভাবতেই হবে বিসিসিআইকে। ২০১১ সালের ২০জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় বিরাটের। ১৪বছরের টেস্ট ক্যারিয়ারে মোট ১২৩টি টেস্ট খেলে করেছেন ৯২৩০রান। তার মোট ৮১টি শতরানের মধ্যে ৩০টিই রয়েছে টেস্টে। ৩১টি অর্ধশতরান করেছেন। খেলেছেন মোট ২১০টি ইনিংস। নিজের ইনস্ট্রাগ্রামে তিনি জানিয়েছেন ' ১৪ বছর আগে আমি প্রথম এই জার্সিটা পড়েছিলাম । আমি ধারণা করতে পারিনি যে এই ফরম্যাটের ক্রিকেট আমাকে গঠন করবে এবং জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যাবে । এই সিদ্ধান্ততা কখনই নেওয়া সহজ ছিলোনা । তবে আমার মনে হয় এটাই সঠিক সময় '। গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল প্রাক্তন রঞ্জি জয়ী দলের অধিনায়ক সম্বরণ ব্যানার্জিকে। বিরাট ও রোহিতের এই অবসর প্রসঙ্গে তিনি বলেন ' ক্রিকেটে এর আগে ডন ব্র্যাডম্যান থেকে শচীন তেন্ডুলকর সকলেই একদিন না একদিন খেলা ছেড়ে দিয়েছিলেন । সঠিক সময়ে ছাড়তে জানাটাও একটা শিল্প। তবে আমি ভেবেছিলাম বিরাটের যা ফিটনেস লেভেল তাতে ও অন্তত এই ইংল্যান্ড সিরিজটা খেলবে '। দুই খেলোয়াড়ের প্রায় একসঙ্গে অবসরের সিদ্ধান্তে তিনি জানান ' বিরাট ও রোহিত একসঙ্গে ইংল্যান্ড সিরিজে না থাকায় কিছুটা সাময়িক সমস্যা হবে দলের '। আসন্ন ইংল্যান্ড সফরে বিরাটের জায়গায় কে সুযোগ পেতে পারেন সেই বিষয়ে তিনি বলেন ' এটা সিলেক্টরদের কাজ । তবে শুভমন গিল এমন একজন খেলোয়াড় যে লাল বলেও খুব ভালো খেলে আইপিএলেও গিল খুব ভালোভাবেই শট মেরে খেলে । বুমরাহ না গিল কে অধিনায়ক হবেন সেটা আমি বলতে পারবোনা । তবে এই ইংল্যান্ড সিরিজটা জুনিয়রদের কাছে একটা সুযোগ '।
Virat Kohli's retirement from test cricket
টেস্ট ক্রিকেট থেকে অবসর এবার বিরাটেরও

×
Comments :0