‘অভয়ার বিচারের দাবিতে লড়াই থামবে না, দমনপীড়ন দিয়ে এই লড়াই বন্ধ করা যাবে না, প্রতিবাদী মুখের অন্যতম ডাঃ সুবর্ন গোস্বামীকে অন্যায় বদলি করে আন্দোলন থামবে না’। বৃহস্পতিবার এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদী ডাঃ সুবর্ণ গোস্বামীকে সম্বর্ধনা জানানো হয়। এদিন সকালে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের মেইন গেটের সামনে অভয়ার প্রতিবাদী মঞ্চ সমূহ শিলিগুড়ির উদ্যোগে এই কর্মসূচি হয়।
গত ৯ আগষ্ট আর জি কর হাসগপাতালে ঘটে যাওয়া নৃশংস হত্যাকান্ডের ঘটনার সুবিচারের দাবিতে স্বাধীনতার মধ্য রাত থেকে অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল একাধিক সংগঠন। তোলপাড় আন্দোলন সংগঠিত হয়েছে গোটা রাজ্যে। শুরু থেকেই লড়াই চালিয়ে গিয়েছিল একাধিক চিকিৎসকেরা। আন্দোলন শুধু দেশের মধ্যেই সিমাবধ্য ছিল না ছড়িয়ে গোটা বিশ্বে। এদিন তিলোত্তমা আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ ডাঃ সুবর্ণ গোস্বামীকে অন্যায় ভাবে বদলি করার প্রতিবাদে অভায়ার প্রতিবাদী মঞ্চ সমূহের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি প্রতিবাদী চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও উৎপল বন্দোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। গণচেতনা মঞ্চের পক্ষে প্রদীপ ভট্টাচার্য, অনুশ্রী তরফদার, প্রদীপ নাথ, উজ্জ্বল ঘোষ, জ্যোতি দে সরকার, এই প্রজন্ম সংগঠনের তরফে অনির্বান দত্ত ও সুজিত কুন্ডু সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ডাঃ সুবর্ণ গোস্বামী ও ডাঃ উৎপল বন্দোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ছিলেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সিপিআই(এম) কাউন্সিলার জয় চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বহু মানুষ ডাক্তারবাবুদের সাথে পরিচিত হন।
আন্দোলনের গতি প্রকৃতি বিস্তৃতভাবে তুলে ধরে ডাঃ গোস্বামী বলেন, গত কয়েক মাসে ঐতিহাসিক এবং অভূতপূর্ব গণ জাগরন সারা বাংলা জুড়ে হয়েছে। বাংলা, দেশ সহ গোটা বিশ্ব আন্দোলনে উত্তাল হয়েছে। অভয়া উপলক্ষ্য গত ১৪ আগস্ট লাখো লাখো মহিলারা রাস্তায় নেমে নিজেদের মেয়েদের নিরাপত্তা চেয়েছেন। পশ্চিমবাংলায় শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা সর্বক্ষেত্রে অনাচার চলছে। কেউ সুরক্ষিত নয় এখানে। সরকারী ও বেসরকারী ক্ষেত্রে শ্রমজীবি মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্যের সরকার। দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। রাজ্যে আট হাজার স্কুল বন্ধের মুখে। গরীব ঘরের বাচ্চাদের মিড ডে মিলের বরাদ্দ বাড়েনি। আর মেডিকেল শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা। গণ টোকাটুকি, তোলা দিয়ে পাশের ব্যবস্থা হচ্ছে। জাল ওষুধের রমরমা কারবার চলছে। মেডিকেল বর্জ্য নিয়েও ব্যবসা হচ্ছে। হেলথ সিন্ডিকেটের মাফিয়ারাজ চলছে। সরকার অপরাধীদের পক্ষে দাঁড়াচ্ছে। আর প্রতিবাদীদের হেনস্তা করছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইতে শিলিগুড়ি পথ দেখাবে। বদলি নীতির দ্বারা আমাদের কন্ঠরোধ করা যাবেনা। দুর্নীতির বিরুদ্ধে আগামীর আন্দোলন জারি থাকবে। ডাঃ উৎপল বন্দোপাধ্যায় বলেন, যারা শাসন ক্ষমতায় আছেন তারা দুষ্কৃতীকারীদের প্রশ্রয় দিচ্ছে। অপরাধের পরিবেশ গোটা বাংলা জুড়ে কায়েম করেছে। প্রতিটি পেশার সাথে যুক্ত মানুষের জীবন ও জীবিকা শাসকের আক্রমণের শিকার। সরকারী শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থায় সাধারণ মানুষ দ্বিধাগ্রস্ততায় ভুগছেন। সরকারী হাসপাতালগুলির স্বাস্থ্য পরিষেবা ধ্বংসের মুখে। শুধুমাত্র অভয়াকান্ড ঘটেছে বলেই সুর্বণরা চিৎকার করছে না। স্বাস্থ্য দপ্তরের অনাচার দুর্বৃত্তরাজ নিয়ে ওরা বহু আগে থেকেই সোচ্চার ছিলো। অনেক পথ হাঁটা বাকি। সম্বর্ধনা অনুষ্ঠান শেষে আইনজীবি দিবাকর রায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিন জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে থানা মোড়ে সম্বর্ধিত হলেন ডাঃ সুবর্ণ গোস্বামী। তার আগে কো অরডিনেশন কমিটির উদ্যোগে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপন মিত্র ও ডাঃ সুবর্ণ গোস্বামীকে সম্বর্ধিত করা হয়। ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ও ১২ জুলাই কমিটির অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য কো অরডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক মনোজিৎ দাস বলেন রাজ্যজুড়ে থ্রেট কালচার চলছে সরকারি কর্মচারী স্তরে সেই থ্রেট কালচার ভয়াবহ আকার নিয়েছে তৃণমূল জমানার প্রথম দিন থেকেই স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সরব ডাক্তার বাবু থেকে স্বাস্থ্য কর্মীরা, যার চরম পরিণতি আমরা লক্ষ্য করেছি অভয়া কান্ডের পরিপ্রেক্ষিতে।
ডাক্তার সুবর্ণ গোস্বামী তাঁর বক্তব্যে অভয়া আন্দোলন সহ বিভিন্ন সময়ের প্রতিবাদী আন্দোলনে কলকাতার পরে জলপাইগুড়ির মানুষ যেভাবে প্রতিবাদে সামিল হয়েছেন সেই লড়াইকে কুর্নিশ জানিয়ে বলেন, প্রায় ২৬ হাজার কর্মরত শিক্ষক শিক্ষিকা আজ সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা। এক্ষেত্রে সরকারি নির্দেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত। তিনি যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবি জানিয়েছেন। বক্তব্য রাখেন এবিপি টিয়ের রাজ্য সহ-সভাপতি তথা এবিপি টিএ জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক বিপ্লব ঝা।
Comments :0