তৃণমূল নেতার স্ত্রী বিএলও। এনুমারেশন ফর্মের বান্ডিল নিয়ে ঘরে ঘরে ঐ বিএলও'র স্বামী তৃণমূল নেতা। এমন দৃশ্য দাসপুরে। আবার ডেবরা ব্লকে তৃণমূলের বুথ সভাপতিই বিএলওকে ঘেরাটোপে নিয়ে ঘরে ঘরে ফর্ম বিলি করছেন। শাসক দল তৃণমূলের বক্তব্য আমরা সরকার চালাই, তাই আমাদের এই কাজ করার অধিকার রয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দাসপুরে তৃণমূল নেতার ফর্ম বিলির ভিডিও সমেত লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামের মানুষ।
গ্রামবাসীরা বলেন, "দাসপুর ২ নম্বর ব্লকের ১৬৯ নম্বর কেলেগোদা গ্রামের পূর্ব বুথের বিএলও ঋতুপর্ণা মানিক হাজরা। অভিযোগ, তাঁর স্বামী তৃণমূল নেতা অসীম হাজরা এনুমারেশন ফর্ম বিলি করছেন। দাসপুর ২ নম্বর ব্লকের বিডিও প্রবীর কুমার সিট ও ইআরও অতনু দাসের সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে বেশি কিছু বলতে চাননি। তবে তাঁরা জানিয়েছেন, অভিযোগ পেলে বিএলও-কে শোকজ করা হবে।
ওই বিএলও-র স্বামী অসীম হাজরা একজন তৃণমূল নেতা। সাত সকালে ফর্মের বান্ডিল নিয়ে বাড়ি বাড়ি বিলি করতে দেখেন এলাকার মানুষ। অথচ বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন বুথ লেভেল অফিসাররা। এমনই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফর্ম বিলি করছেন তৃণমূল নেতা। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই বিএলও ঋতুপর্ণা মানিক হাজরাকে ঘটনা সম্পর্কে জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
অপর একটি ঘটনা ডেবরা ব্লকে। এখানে তৃণমূলের বুথ সভাপতি তৃণমূল কর্মীদের নিয়ে ফর্ম বিলি করে। শনিবার সকালবেলায় ডেবরা ব্লকের ৩ নম্বর সত্যপুর অঞ্চলের হরিদ্রাপাঠ এলাকায় তৃণমূলের বুথ সভাপতি সেখ লুতফর আলমের বাড়িতে বিএলও-কে দেখা যায় ফর্ম বিলি করতে। ঘটনার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় যুবকরা। মুহূর্তে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগের তীরে নাম জড়িয়েছে বিএলও সঞ্জয় কুইলার। তবে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “এটা পুরোপুরি মিথ্যে অভিযোগ। আমি কাজ করছি কমিশনের নির্দেশ মেনে।”
Comments :0