Weather

আবহাওয়ার পরিবর্তন, বাড়ছে তাপমাত্রা

রাজ্য খেলা

সপ্তাহে শুরু থেকেই বদলাচ্ছে আবহাওয়া। কলকাতা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবার থেকে  দিনের তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলাগুলিতেও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে বলে জানা যাচ্ছে। কিন্তু সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারের কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।  আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহেই ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার পারদ। পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে। আর্দ্রতা জনিত অস্বস্তি অনুভূত হবে দক্ষিণবঙ্গে।
 
 

Comments :0

Login to leave a comment