PANCHAYAT JALPAIGURI RESISTANCE

কড়া প্রতিরোধ করলা ভ্যালিতে, পালালো ভোটলুটেরা বাহিনী

জেলা পঞ্চায়েত ২০২৩

PANCHAYAT JALPAIGURI RESISTANCE করলা ভ্যালিতে ভোট লুট রুখছেন দুই মহিলা প্রার্থী।

প্রতিরোধ দেখালো করলা ভ্যালি চা বাগানও। জলপাইগুড়ির এই চা বাগানের বুথে ভোটলুটেরাদের কার্যত তাড়িয়ে দিল জনতা। সিপিআই(এম) কর্মীরাই প্রশ্ন তোলেন বহিরাগতদের নিয়ে। 

করলা ভ্যালি চা বাগানে ১৭/৩২ মুন্ডা বস্তি ক্ষুদিরাম পল্লী নম্বর বুথ দখল করতে নামে বাহিনী। তৃণমূলের ভাড়াটে গুন্ডাবাহিনীকে প্রতিরোধ করে এলাকা ছাড়া করেন সিপিআই(এম) কর্মীরা। 

গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী অঞ্জনা বারা ও পঞ্চায়েত সমিতিতে সিপিআই(এম) প্রার্থী উৎপলা মণ্ডল বুথের ভেতরে মানুষকে আহ্বান করেন, ‘‘বুথ দখল রুখে দিন। নিজের ভোট নিজে দিন।’’ 

পুলিশকে প্রশ্ন করতে থাকে সমবেত জনতা- ‘তামাশা দেখার জন্য আছেন? বুথ লুট হচ্ছে আপনি কী করছেন? আটকাচ্ছেন না কেন?’ 

বুথের ভেতর বাইরের লোক কারা বুঝেও ফেলেন সিপিআই(এম) প্রার্থী। প্রশ্ন করতে থাকেন, ‘মিউনিসিপ্যালটি এলাকার লোক এখানে কেন?’ বাইরে থেকে আসা কয়েকজনকে ধরেও ফেলেন তাঁরা। বুথের বাইরে জনতাও ঘিরে ধরে তাঁদের। এগিয়ে এসে বুথে প্রতিরোধ গড়ে তোলেন ভোটদাতারা। এলাকা ছাড়া হয় দুষ্কৃতী বাহিনী।

তার আগে জলপাইগুড়ি শহর সংলগ্ন হোলি চাইল্ড স্কুলের বুথ দখল করে তৃণমূল। সিপিআই(এম) কর্মীরা বলেন, ‘‘গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর স্বামী ভিতরে বসে থেকে লোকজনকে দিয়ে ভোট করাচ্ছেন। নিজেরা অন্যের ভোট দিয়ে দিচ্ছে। 

এরপরই খবর আসে যে করলা ভ্যালি চা বাগানেও বুথ দখল চলছে। স্থানীয়দের ক্ষোভ তীব্র হয়। প্রতিরোধও হয়। 

Comments :0

Login to leave a comment