Xi Modi meeting

সীমান্তে শান্তি, সরাসরি উড়ান চালুর সিদ্ধান্ত মোদী-শি বৈঠকে, স্বাগত বেবির

আন্তর্জাতিক

সীমান্তে শান্তি বজায় রাখার পাশাপাশি দু’দেশের মধ্যে সরাসরি উড়ান চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং চীন। তিয়ানজিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ঘিরে দীর্ঘ আলোচনা হয় দুই নেতার।
চীনের সাংহাইয়ে এসসিও গোষ্ঠীর শীর্ষ বৈঠক শুরুর আগে ভারত ও চীনের মধ্যে এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হয়। এর আগে, গত বছরের অক্টোবরে, রাশিয়ার কাজানে মোদী ও শি’র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। 
রবিবার তিয়ানজিনে বৈঠকের পর ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে ভারত ও চীন একে অন্যের উন্নয়নের অংশীদার। শত্রু মনোভাবাপন্ন সম্পর্ক অপ্রয়োজনীয়।
৩১ আগস্ট চীনে এসেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও। তিনিও অংশ নেবেন এসসিও শীর্ষ বৈঠকে।
মোদী বলেছেন, এই আলোচনাকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। সীমান্তে শান্তি এবং সরাসরি যোগাযোগের সিদ্ধান্তেও জোর দিয়েছেন তিনি। শি বলেছেন, ভারত এবং চীনের পারস্পরিক বন্ধুত্ব বিশ্বের জন্যই প্রয়োজন।
ভারত-চীন সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতিকে বর্ণনা করে দ্বিপাক্ষিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। কৈলাস মানস সরোবর যাত্রা এবং সরাসরি উড়ান চালুর সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তিনি। 
বেবি বলেছেন, ‘‘দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বর্ষে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা সম্পন্ন দু’দেশের সম্পর্ক শক্তিশালী করা অত্যন্ত ইতিবাচক। পারস্পরিক সম্ভ্রম এবং সহযোগিতা বৃদ্ধির পক্ষে গৃহীত বোঝাপড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’’
বেবি বলেছেন, ‘‘উন্নয়নশীল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দুই দেশের ঐতিহাসিক দায়িত্ব বহুমেরু সম্পন্ন বিশ্বের পক্ষে ভূমিকা নেওয়া। সাম্রাজ্যবাদের চাপের মোকাবিলা করে এ কাজ করতে হবে। দু’দেশে সংহতি দৃঢ় করার মধ্যে কেবল ভারত এবং চীনের জনতার উপকার হবে না, বরং বিশ্ব শান্তি এবং মানবতার প্রগতির পক্ষে তা ভূমিকা নেবে।’’ 
পর্যবেক্ষকদের মত, আমেরিকা অনুগামী নীতি নিয়ে চললেও মোদী প্রশাসনের বিদেশনীতি আন্তর্জাতিক স্তরে সাফল্য পাচ্ছে না। শুল্ক নীতিতে আমেরিকা ছাড়ের বদলে ভারতের ওপর বাড়তি জরিমানাও চাপিয়েছে। গত এক বছরের কিছু বেশি সময় মোদীকে উত্থানশীল পাঁচ দেশের গোষ্ঠী ‘ব্রিকস’ নিয়ে সক্রিয় হতে দেখা গিয়েছে। রাশিয়া এবং চীনের সঙ্গেও ঘনিষ্ঠতা বেড়েছে।

Comments :0

Login to leave a comment