delhi flood situation

দিল্লিতে ফের বিপদ সীমা অতিক্রম করল যমুনা

জাতীয়

প্রতিবেশী রাজ্যগুলিতে নতুন বৃষ্টিপাতের কারণে দিল্লির যমুনা নদী ২০৫.৪৮ মিটারে প্রবাহিত হয়ে আবার বিপদ সীমা অতিক্রম করেছে। প্রবল বৃষ্টিপাত এবং হরিয়ানার হথনিকুন্ড ব্যারাজ থেকে জল ছাড়ার পরে এক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো যমুনা বিপদসীমার নীচে প্রবাহিত হওয়ার কয়েক ঘন্টা পরেই শহরের কিছু অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়। এদিকে, দুই রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকায় হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ভারতের বেশ কিছু অংশ এই মাসের শুরুর দিকে ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়, আকস্মিক বন্যা শুরু হয় এবং পরিঠামোর ক্ষতি হয়।


বৃষ্টি ও বন্যাজনিত ঘটনায় এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। জল উপচে ওঠা নদীতে গাড়ি ভেসে যাওয়ার এবং তাসের ঘরের মতো বাড়ি ভেঙে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মহারাষ্ট্রে অবিরাম বর্ষণে রায়গড় জেলার বেশ কিছু এলাকায় জল জমতে দেখা গেছে। রায়গড় এবং পালঘর জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয় এবং মুম্বাই এবং থানেতে কমলা সতর্কতা জারি করা হয়। গুজরাটের, গির সোমনাথ জেলার সূত্রপাদা অঞ্চলে ৩৪৫ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে, মঙ্গলবার সকাল  ৬টা থেকে মাত্র ১৪ ঘন্টার মধ্যে। রাজ্যের অন্যান্য জায়গায় আরও বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

Comments :0

Login to leave a comment