Expressway Jet

গঙ্গা এক্সপ্রেসওয়েতে যুদ্ধ জেটের ‘এয়ার শো’ আজ

জাতীয়

উত্তেজনার আবহে এক্সপ্রেসওয়ে থেকে ওঠানামা করবে যুদ্ধবিমান। 
উত্তর প্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে সাড়ে তিন কিলোমিটার লম্বা এয়ার স্ট্রিপ তৈরি করা হয়েছে বিশেষ ‘এয়ার শো’-র জন্য। 
শুক্রবার দু দফায় চলবে এই মহড়া। দিনের বেলা হবে প্রথম দফার মহড়া। পরের দফায় রাত সাতটা থেকে দশটা ওঠা নামা করবে যুদ্ধ জেট। 
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের সম্ভাবনা বাড়ছে। ভারত কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আটারি-ওয়াঘা চেকপোস্ট বন্ধ করেছে। পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর নির্দেশিকা জারি করেছে। দিল্লিতে পাকিস্তান দূতাবাসে আধিকারিকের সংখ্যাও কমিয়ে দিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে।
গত সপ্তাহে পাকিস্তান তাদের আকাশে ভারতের যাত্রী বিমান চলাচল নিষিদ্ধ করেছিল। গত বুধবার পাকিস্তানের বিমানের জন্য ভারতের আকাশ নিষিদ্ধ করা হয়েছে। তবে কাতার এয়ারওয়েজের মতো আন্তর্জাতিক সংস্থার বিমান পাকিস্তান হয়ে এলে ভারতের আকাশ ব্যবহার করতে পারবে। 
বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সব এফএম রেডিও চ্যানেল ভারতীয় গান বাজানো বন্ধ করেছে। ব্রডকাস্টারদের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। 
এর মধ্যেই আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহেবাজ শরিফ এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। 
এর মধ্যেই গঙ্গা এক্সপ্রেস ওয়েতে যুদ্ধবিমান ওঠানামার মহড়া পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনায় রেখে এক্সপ্রেসওয়ের ধারে এয়ার স্ট্রিপ তৈরি হয়েছিল। 
আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। 
ভারত জানিয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছে আমেরিকা। সিং আমেরিকার প্রতিরক্ষা সচিবকে বলেছেন যে সন্ত্রাসবাদে মদত দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের।

Comments :0

Login to leave a comment