ALL PARTY MEETING

অপারেশ সিঁদুরে ১০০ জন সন্ত্রাসবাদী নিহত : রাজনাথ সিং

জাতীয়

অপারেশন সিঁদুরে ১০০ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন সর্বদলীয় বৈঠকে বিরোধীদের এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর এদিনের কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের সভাপতিত্ব করছেন রাজনাথ সিং। রয়েছেন অমিত শাহ, এস জয়শঙ্কর, নির্মলা সীতারামন, কিরেন রিজিজুর মতো একাধিক প্রথমসারির কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য।

বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন সব রাজনৈতিক দলের পক্ষ থেকে ভারতীয় সেনার এই অভিযানকে কুর্নিশ জানিয়েছেন। সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযান এখনও চলছে সেই বিষয়ও জানানো হয়েছে বিরোধী দল গুলোকে।
মঙ্গলবার পভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ২২ এপ্রিল পহেলগামের প্রত্যাঘাত হিসাবে গতকাল অভিযান চালায় ভারতীয় সেনা। সেনার এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর।
ভারতীয় সেনার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে পাকিস্তান সেনার বা কোন নাগরিকদের বাড়ি বা ঘাঁটি লক্ষ করে এই অভিযান চালানো হয়। শুধুমাত্র সন্ত্রাসবাদী গোষ্ঠী গুলোর ঘাঁটি লক্ষ করে হয়েছে এই অভিযান।

Comments :0

Login to leave a comment