Kolkata Corporation Budget

ঘাটতি প্রায় ১১৫ কোটির, কলকাতার বাজেটে কমল স্বাস্থ্যের বরাদ্দ

কলকাতা

বেড়েছে আর্থিক ঘাটতি। কমল স্বাস্থ্য খাতে বরাদ্দ। বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এমনই বাজেট পেশ করেছেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।
এ বছরে আরও প্রায় ৩ কোটি টাকা, মোট প্রায় ১১৫ কোটি টাকা ঘাটতি পৌরসভার কোষাগারে। দুপুর ২টো নাগাদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পৌরসভায় বাজেট পেশ করেন। আর্থিক ঘাটতির কথা মেয়র স্বীকার না করলেও বাজেটে তা স্পষ্ট। 
২০২৪-২৫ অর্থবর্ষে ঘাটতির পরিমাণ ছিল আনুমানিক ১১২ কোটি টাকা। এখন সেই অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ১১৪ কোটি ৭২ লক্ষ টাকা। চলতি বছরে ঘাটতি বেড়েছে ২ কোটি ৭২ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হয়েছে বাজেটে। 
আগামী অর্থবর্ষের বাজেটে গাড়ি পার্কিং খাতে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২১ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে কার পার্কিং খাতে কলকাতা পুরসভার আয়-হয়েছিল ১৩.৪৬ কোটি টাকা। 
লাইসেন্স খাতে এই আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৮০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা পৌরসভার মোট আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫,৫২৪.৮৪ কোটি টাকা। আর ব্যয়ের লক্ষ্য মাত্র রাখা হয়েছে ৫,৬৩৯.৫৬ কোটি টাকা। 
সম্পত্তি কর খাতে আয় বাড়ছে বলে জানানো হয়েছে কলকাতা পৌরসভার বাজেটে। ২০২৪-২৫ অর্থবর্ষে  ৮ ডিসেম্বর পর্যন্ত কলকাতা পৌরসভা কর বাবদ সংগ্রহ করেছে ৯৪৪ কোটি টাকা। যেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে সমগ্র বছর জুড়ে সম্পত্তি কর খাতে কলকাতা পৌরসভার আয় হয়েছিল ১ হাজার ২১০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে সম্পত্তি কর বাবদ আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১,৫৮১.৩৩ কোটি টাকা।
কলকাতা পৌরসভার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে বাড়ানো হল কাউন্সিলরদের স্থানীয় উন্নয়নের তহবিলের আয়তন। এই আগে ১৫ লক্ষ টাকা ছিল, তা ২০ লক্ষ টাকা করা হল। 
ইন্ট্রিগেটেড বোরো ফান্ড ২৫ লক্ষ ছিল, ৩০ লক্ষ করা হল। এর পাশাপাশি, নতুন বাজেটে ২ থেকে ৩ কাঠা জায়গায় বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন ফি ৫০ শতাংশ কমানো হল। 
দারিদ্র দূরীকরণ বিভাগে বরাদ্দ বাড়ল। বরাদ্দ হয়েছে ২৯ কোটি ৫২ লক্ষ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে এই খাতে ১ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ ছিল। 
স্বাস্থ্যখাতে বরাদ্দ কমল। ২০২৫-২৬ অর্থবর্ষে স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হলো ১৮০.০৫ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল ১৮৬. ৫৫ কোটি টাকা।

Comments :0

Login to leave a comment