১৩ থেকে ১৬ ডিসেম্বর হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে এসএফআই’র ১৭ তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে হাওড়ার আমতায় খুন হওয়া ছাত্রনেতা আনিস খানের নামে এবারের সম্মেলনের মঞ্চের নামকরণ করা হয়েছে। সর্বভারতীয় ছাত্র সম্মেলনে যাওয়ার আগে রবিবার আনিস খানের বাড়িতে যান এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এক প্রতিনিধি দল। তাঁরা আনিস খানের বাবা সালেম খান, এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলেন। সালেম খান ছাত্র নেতৃত্বের হাতে সংগঠনের পতাকা তুলে দেন। এই পতাকা নিয়েই পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা হায়দরাবাদে রওনা দেবেন।
এসএফআই নেতৃত্ব জানিয়েছেন, সম্মেলনের সাফল্য কামনা করে এবং সর্বভারতীয় মঞ্চে আনিসের খুনের বিচার দাবি করা হবে এই প্রত্যাশা নিয়ে সালেম খান আমাদের হাতে পতাকা তুলে দিয়েছেন। আমরা তাঁর আস্থা রাখার সমস্ত রকম চেষ্টা করব।
এদিনের প্রতিনিধি দলে এসএফআই’র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, শুভজিৎ সরকার, শানু চট্টোপাধ্যায় সহ ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments :0