Polling Officers

নির্বাচনী কাজে গিয়ে অসুস্থ দুই ভোট কর্মী

জেলা লোকসভা ২০২৪

গরমে অসুস্থ হয়ে পড়লেন দুই ভোট কর্মী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে খাতড়ার ডিসিআরসি সেন্টারে। এদিন ভোট কর্মী শান্তিনাথ ব্যানার্জি ও প্রীতিলতা পাল খাতড়া আদিবাসী কলেজের ডি সি আর সি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন। শান্তিনাথ ব্যানার্জি রাইপুরের ফাস্ট পোলিং অফিসার ও প্রীতিলতা পাল ওই কেন্দ্রের থার্ড পোলিং অফিসার হিসাবে দায়িত্বভার বুঝে নিতে এসেছিলেন। এদিন অস্বাভাবিক তাপদাহ চলছিল। দুপুরে দুজনেই অসুস্থ হয়ে পড়েন তাঁদের খাতড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলাশাসক সিয়াদ এন জানিয়েছেন দুই কর্মীর চিকিৎসা চলছে।  
লোকসভা নির্বাচনের গত কয়েকটি দফায় প্রচণ্ড গরমের মধ্যে ভোটগ্রহণ পর্ব চলেছে। তীব্র দাবদাহ মাথায় নিয়ে যেমন ভোটের লাইনে দাঁড়াতে হয়েছে সাধারণ ভোটারদের, তেমনই গরমের মধ্যে নির্বাচনের কাজ করতে হয়েছে ভোটকর্মীদেরও। হিট স্ট্রোকের মতো ঘটনাও ঘটেছে বিগত দিনগুলিতে। রাত পেরোলেই বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট। বাঁকুড়া জেলার এই দুই লোকসভা কেন্দ্রে মোট ৩ হাজার ২৮৩টি বুথ রয়েছে। যেখানে ভোট কর্মীর সংখ্যা প্রায় ১৭ হাজার। বাঁকুড়া জেলার জন্য মোট ১৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৬ হাজার ৫২১ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। শুক্রবার সকাল থেকেই বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১২টি ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশে রওনা দিতে শুরু করেছেন ভোটকর্মীরা। এদিনও গরমে অসুস্থ হয়ে পড়লেন দুই ভোট কর্মী।

Comments :0

Login to leave a comment