১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার গুজরাটের বিজেপি মন্ত্রীর ছেলে। অভিযোগ গুজরাটের পঞ্চায়েত এবং কৃষি মন্ত্রী বাচুভাই খাবাদের ছেলে বলবন্ত খাবাদ ৭১ কোটি টাকার দুর্নীতি করেছে ১০০ দিনের প্রকল্পে। পুকিশের পক্ষ থেকে জানানো হয়েছে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, কাজ না শেষ করার পরেও বহু ঠিকাদারদের পুরো টাকা দেওয়া হয়েছে। আর এই ঘটনায় নাম জড়িয়েছে বিজেপি মন্ত্রীর ছেলে। সূত্রের খবর এই দুর্নীতি কান্ডে এখনও পর্যন্ত মোট সাতজন গ্রেপ্তার হয়েছে।
জানাচ্ছে ২০২১ থেকে ২৪ পর্যন্ত প্রায় ৩৫টি সংস্থার মাধ্যমে এই টাকা লুঠ করা হয়েছে। গতমাসে এই দুর্নীতির তদন্ত শুরু করে পুলিশ। জেলা গ্রামীন আধিকারিকের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এফআইআরে উল্লেখ করা হয়েছে যে তদন্ত নেমে তদন্তকারিরা জানতে পারেন যে কাজ শেষ না করেই টাকা দেওয়া হয়েছে ঠিকাদারদের। কাগজে কলমে দেখানো হচ্ছে কাজ শেষ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য চিত্র। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এমন অনেক সংস্থাকে টাকা দেওয়া হয়েছে যাদের কাজ করানো হয়নি এমনকি কোন সামগ্রীও নেওয়া হয়নি।
উল্লেখ্য এরাজ্যে তৃণমূলের সরকারের দুর্নীতির জন্য মনরেগার টাকা বন্ধ করে রেখে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। গ্রামের মানুষ না কাজ করেও মজুরি পাচ্ছে না। একাধিকবার কেন্দ্রীয় টিম এসে সব কিছু দেখে গিয়েছে তারপরও আটকে রাখা হয়েছে টাকা। বামপন্থীদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে দুই সরকারই শ্বেতপত্র প্রকাশ করুক কিন্তু কোন পক্ষ তা করেনি। আর এই সবের মধ্যে প্রধানমন্ত্রীর রাজ্যে দেখা গেলো ১০০ দিনের কাজের এই বিপুল দুর্নীতি।
Comments :0