Three Bodies Kathua

নিখোঁজ তিন নাগরিকের দেহ মিলল কাঠুয়ায়

জাতীয়

নিখোঁজ তিন নাগরিকের দেহ মিলল জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায়। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন এই তিন নাগরিক। 
জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথ তল্লাশি শুরু করেছিল নিখোঁজ তিনজনের জন্য। এই তিনজনের মধ্যে এক কিশোরও ছিল। ড্রোন উড়িয়ে তিন দেহের খোঁজ পাওয়া যায়। প্রশাসন জানিয়েছে ময়নাতদন্তের পর তিনজনের মৃত্যুর কারণ জানা যাবে। 
মৃত তিনজনের মধ্যে রয়েছে পঁয়ত্রিশ বছরের যোগেশ সিং, ৪০ বছরের দর্শন সিং এবং ১৪ বছরের বরুণ সিং। বিল্লাওয়ার মহকুমার দেহতা গ্রামের বাসিন্দা তিনজনই।

Comments :0

Login to leave a comment