Uluberia Cannabis

উলুবেড়িয়ায় উদ্ধার ৭ লক্ষ টাকার গাঁজা, ধৃত ৫

জেলা

শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া থানা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর বিরশিবপুরে উদ্ধার হয় গাঁজা। ছবি: মণিরুল হক

প্রায় ৭ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো উলুবেড়িয়া থানার পুলিশ। পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি দু’টি গাড়ি ও ছ’টি মোবাইল বাজেয়াপ্ত করল পুলিশ। 
শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া থানা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর বিরশিবপুরে উদ্ধার হয় গাঁজা।
জানা গেছে, গত কয়েক দিন ধরে হাওড়া গ্রামীণ এলাকায় গাঁজা পাচারের অভিযোগ আসছিল পুলিশের কাছে। দিন পনেরো আগে বাউড়িয়ার চককাশি থেকে ৭১২ কেজি ও বাগনানের পিপুল্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। শুক্রবারও পুলিশ খবর পায় গাঁজা পাচারের। সেই মতো হাওড়া গ্রামীণ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ উলুবেড়িয়া থানার পুলিশ বিরশিবপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর নাকা চেকিং শুরু করে। সে সময়েই দু’টি গাড়ি থেকে উদ্ধার হয় ৭০ কেজি গাঁজা। যে গাঁজার আনুমানিক বাজার বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।
হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান দুটি গাড়ি ওডিশা থেকে দক্ষিণ ২৪ পরগনার উদ্দেশ্যে যাচ্ছিল।

Comments :0

Login to leave a comment